হামজা দেওয়ান চৌধুরীকে ঘিরে উৎসবে ভাসছে বাংলাদেশ। হবেই না কেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এত বড় খেলোয়াড় লাল-সবুজের জার্সি পরে মাঠে নামবেন। হামজাকে নিয়েই জাতীয় দল গতকাল শিলংয়ে পৌঁছে গেছে। ফুটবলে ভারতের মাটিতে বাংলাদেশ কখনো জেতেনি। হামজা খেলবেন বলেই প্রথমবার জয়ের স্বপ্ন দেখছে। এ জয় বাংলাদেশকে জাগিয়ে দিতে পারে। তবে ভারতও বসে নেই। চ্যালেঞ্জ জানাতে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এর আগে দুই দেশ অনেকবার লড়েছে। কিন্তু এবারের মতো ভারতকে সতর্ক দেখা যায়নি। আসলে সবকিছু হামজাকে কেন্দ্র করে। সত্যি বলতে কি, তারা আতঙ্কিত। তাই তো অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছে। শিলংয়ের মাঠেই নিজেদের ঝালাই করে নিচ্ছে ভারত। সৌদি আরবে হাভিয়ের কাবরেরা শিষ্যদের নিয়ে নিবিড় প্রশিক্ষণ করেছেন। একটি প্রীতি ম্যাচও খেলেছেন, তবে প্রতিপক্ষের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচে বাদ পড়া ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ সহজ জয় পেয়েছে। অন্যদিকে ভারত শিলংয়ে প্রীতি ম্যাচ খেলেছে মালদ্বীপের বিপক্ষে। ৩-০ গোলে জয় পেয়েছে। মালদ্বীপকে কোনোভাবেই দুর্বল বলা যাবে না। ফিফা র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৬২, আর বাংলাদেশের ১৮৫। বাংলাদেশের চেয়ে ২৩ ধাপ এগিয়ে থাকা দেশের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ১২৪ র্যাংকিংয়ে থাকা ভারত। তা ছাড়া আবার মালদ্বীপের দুবার সাফ জয়ের রেকর্ড রয়েছে। নয় মাস পর অবসর ভাঙা সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনটাও হয়েছে স্মরণীয়। ম্যাচে তিনি ১টি গোলও করেছেন। বাকি ২টি গোল করেন রাহুল ডেকে ও লিস্টন কোলসো। মানালো মার্কেজ কোচের দায়িত্ব নেওয়ার পর এটিই ভারতের প্রথম জয়। বুধবারের ম্যাচে স্বাগতিকদের রক্ষণ ও আক্রমণ ভাগ ছিল বেশ তৎপর। মধ্যমাঠ থেকেও নিখুঁতভাবে বল জোগান দেওয়া হয়েছে; যা বাংলাদেশের জন্য সতর্কবার্তাও বলা যায়। ফুটবল ১১ জনের খেলা। শুধু হামজাই কি অসম্ভব সম্ভব করতে পারবেন? অন্যদেরও সেরাটা দিতে হবে।