‘চিলড্রেন ওয়ার্ল্ড কাপ’ প্রস্তুতির জন্য অনূর্ধ্ব ১০ থেকে ১৭ বছর বয়সি খেলোয়াড়দের খেলাধুলায় আর্থিক বাজেট বরাদ্দ ও অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতার বিষয়ে আবেদন জানিয়েছে বাংলাদেশ শিশু কিশোর ক্রীড়া উন্নয়ন পরিষদ। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কথা জানান চেয়ারম্যান এস এম পবিত্র আল ইবাদত ও সাধারণ সম্পাদক এস এস এ্যাপোলো। এ সময় সংগঠনের ১৫ প্রধান কার্যকরী সদস্য ও সাতজন কার্যকরী স্টাফ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের খেলাধুলায় সম্পৃক্ত গুণীজন, সমাজের বিভিন্ন পেশাজীবী ব্যক্তি উপস্থিত ছিলেন। সংগঠনটি মূলত ফিফা, এশিয়া গেমস অর্গানাইজেশন কমিটি, বাফুফে, ইউনিসেফ, বাংলাদেশ সেনাবাহিনী, জাতীয় ক্রীড়া পরিষদ, বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এ আর্থিক বাজেট বরাদ্দের আবেদন জানিয়েছে।