উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাদ্রিদ ডার্বি দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ২টায়। উয়েফা প্রতিযোগিতায় এটা দুই দলের দশম লড়াই হতে যাচ্ছে। শেষ ষোলোর এ লড়াই নিয়ে রিয়াল মাদ্রিদ আত্মবিশ্বাসী থাকতে পারে। এর আগে উয়েফা প্রতিযোগিতার নকআউট পর্বে পাঁচবার দেখা হয়েছে মাদ্রিদের দুই দলের। ১৯৫৮-৫৯, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ মৌসুমের লড়াইগুলোতে জয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। এবারেও কি রিয়াল মাদ্রিদই জয়ী হবে? অবশ্য মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোও বেশ শক্তিশালী দল। কিছুদিন আগেই তারা লা লিগার মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে রুখে দিয়েছে ১-১ গোলে। সেই ড্রয়ের পর লা লিগায় বেশ কোণঠাসা হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। শীর্ষস্থান থেকে ধীরে ধীরে তিনে চলে গেছে দলটা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে দৃশ্যটা ভিন্ন হতেই পারে। উয়েফার ক্লাব প্রতিযোগিতার শীর্ষ এ আসরে রিয়াল মাদ্রিদ অপ্রতিদ্বন্দ্বী এক দল। গত মৌসুমেও তারা এ টুর্নামেন্ট জয় করেছে। আরও একবার চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হতে হলে মাদ্রিদ ডার্বি জয়ের বিকল্প নেই রিয়ালের। এদিকে আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে পিএসভি-আর্সেনাল, বুরুসিয়া ডর্টমুন্ড-লিলি এবং ক্লাব ব্রুজ-অ্যাস্টন ভিলাও। গতবারের রানার্সআপ দল বুরুসিয়া ডর্টমুন্ড এবারেও ফেবারিট হিসেবেই খেলছে টুর্নামেন্টে। গতবার ফাইনালে তারা রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের পথে এবার তারা দূরন্ত গতিতেই ছুটছে।