বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের ট্রফি উন্মোচন হয়েছে গতকাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে মঞ্চে সবার আগে ওঠেন অগ্রণী ব্যাংকের অধিনায়ক মার্শাল আইয়ুব। মার্শালের পর একে একে মঞ্চে ওঠেন তামিম ইকবাল, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, ইরফান শুক্কুর, মাইশুকুর রহমান রিয়েল, আকবর আলিসহ ১১ ক্লাবের ক্রিকেটার। সবার শেষে প্রিমিয়ার ক্রিকেটের ট্রফি নিয়ে মঞ্চে ওঠেন বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ৫০ ওভারের লিগ ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের চলতি আসরের স্পনসর বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ ক্রিকেটের বাইরে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগেরও টাইটেল স্পনসর গত পাঁচ মৌসুম ধরে। আগামীকাল শুরু হবে ১২ দলের টুর্নামেন্ট। মিরপুর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও নবাগত অগ্রণী ব্যাংক। বিকেএসপি-৩ নম্বর মাঠে মোহামেডানের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে খেলবে প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্স। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে এবারই প্রথম ব্যবহৃত হবে আম্পায়ার রিভিউ সিস্টেম বা ইউআরএস। লিগের খেলা হবে মিরপুর শেরবাংলা স্টেডিয়াম এবং বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠে।
প্রিমিয়ার ক্রিকেটে গত কয়েক আসরের মতো এবারও কোনো বিদেশি ক্রিকেটার খেলবেন না। জাতীয় দলের ক্রিকেটাররা শুরু থেকে খেলবেন। চ্যাম্পিয়নস ট্রফি খেলে নাজমুল বাহিনী পরশু রাতে ঢাকায় ফিরেছে। দুই দিনের বিশ্রাম নিয়ে খেলবেন। আবাহনীর হয়ে খেলবেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত, মুমিনুল হক সৌরভ, পারভেজ হোসেন ইমনরা। দলটির অধিনায়ক মোসাদ্দেক। মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। দলটিতে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, শফিউল ইসলাম সুহাস, রনি তালুকদার, মোহাম্মদ সাইফুদ্দিনদের মতো তারকা ক্রিকেটার। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার নিয়ে গড়া দলটি এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার।
প্রিমিয়ার ক্রিকেটের পারিশ্রমিক নিয়ে তামিম বলেন, ‘আমি সব সময় অনুভব করি প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের মেরুদন্ড। খেলা এবং আম্পায়ারিং ভালো হোক, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্লেয়ারদের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে। আমার তরফ থেকে এতটুকুই চাওয়া। আমরা জানি দেশের পরিস্থিতি একটু ভিন্ন। আশা করব ক্লাবগুলো যে কমিটমেন্ট করেছে, সেই অনুযায়ী যেন প্রত্যেকটা প্লেয়ার তাঁদের পারিশ্রমিক পান। এর বাইরে চাওয়া ক্রিকেটটা ভালো হোক। আম্পায়ারিংয়ের বিষয়ে বোর্ড খেয়াল রাখুক। আমি আবারও বলব, আমার মূল চাওয়া খেলোয়াড়দের পারিশ্রমিক যেন পুরোপুরি পরিশোধ করা হয়।’
ক্ষমতার পট পরিবর্তনের পর আবাহনী কঠিন সময় পার করছে। তারপরও দলটি প্রিমিয়ার ক্রিকেট, ফুটবল লিগে অংশ নিচ্ছে। দলনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত গতকাল স্বীকার করেছেন কঠিন সময়ের কথা, ‘এই বছরটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। তামিম ভাই যেহেতু বলেছেন পারিশ্রমিকের বিষয়টি অনেক বড় ইস্যু, এজন্য আমরা অনেক ক্রিকেটারকে ধরে রাখতে পারিনি। তারপরও আমাদের কিছু এক্সাইটিং প্লেয়ার আছে, যাদের নিয়ে আমরা ভালো রেজাল্ট করতে পারব। আমার মনে হয় ঢাকা লিগে সবচেয়ে বড় ইস্যু পারিশ্রমিক। প্লেয়ারদের সঙ্গে যে কমিটমেন্টটা করা হয়েছে, প্লেয়াররা স্যাক্রিফাইজ করে অ্যামাউন্ট কম নিয়ে খেলছে। ওই অ্যামাউন্টটা যেন ক্লাবগুলো পরিশোধ করে। প্লেয়াররা যেন পুরো পেমেন্টটা পায়।’
গাজী ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল হক বিজয় বলেন, ‘আশা করি এ বছরও চেষ্টা করব দলের হয়ে কন্ট্রিবিউশন করার। চেষ্টা করব সেরা পারফরম্যান্স করার। গাজী অনেক বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। আশা করি ভালো পারফরম্যান্স দিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারব।’
পারটেক্স ক্লাবের অধিনায়ক সাব্বির রহমান বলন, ‘তামিম ভাই বললেন এবার লিগটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। পারিশ্রমিকের ইস্যুটা বড় ইস্যু। আমরা আশা করব সবকিছু সুন্দরভাবে যেন হয়। আমি পারটেক্সের হয়ে খেলব। অধিনায়ক হিসেবে আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারব।’