জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলছে বসুন্ধরা গ্রুপে কর্মরতদের নিয়ে ‘বসুন্ধরা করপোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’। ২০ ফেব্রুয়ারি থেকে বসুন্ধরা স্পোর্টস সিটির নর্থ জোনের ইনডোরে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। বসুন্ধরা গ্রুপের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন ডিজিএম, এজিএম ও অ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ লেভেলের কর্মকর্তারা। পুরুষ একক জুনিয়র ও সিনিয়র এবং পুরুষ ডাবল জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা। মূলত বসুন্ধরা গ্রুপের সেক্টর-সি এর আয়োজনে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল পুরুষ একক জুনিয়র ক্যাটাগরিতে এস কে মঈনুল হাসানকে ২১-৬ ও ২১-১০ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মো. ফাইয়াজ।
এ সময় খেলা পরিদর্শন করতে আসেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তাঁর স্ত্রী ইয়াশা সোবহান। আজ বিকালে বাকি খেলা শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এবারের টুর্নামেন্ট।