সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে সাফজয়ী নারী জাতীয় দলের ১৮ ফুটবলার নেই। কোচ পিটার বাটলার থাকলে তারা ফুটবলে কোনো কর্মসূচিতে অংশ নেবে না ঘোষণা দিয়েছেন। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল দুবার তাদের বুঝিয়েও সিদ্ধান্ত বদল করাতে পারেননি। পরে নারী কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণের সঙ্গে বসে সিদ্ধান্ত প্রত্যাহারে রাজি হন ১৮ ফুটবলার। তবে আমিরাত সফরে তাদের কাউকে রাখা হয়নি। অধিকাংশ নতুনদের নিয়ে দল গড়া হয়েছে। নতুন অধিনায়ক হয়েছেন আফিদা খন্দকার। আজ দুবাইয়ে যাচ্ছে নারী দল। বুধবার প্রথম ও ২ মার্চ দ্বিতীয় ম্যাচ। গতকাল সংবাদ সম্মেলনে আফিদাকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। তিনি এটাও বলেছেন সিনিয়রদের অনুপস্থিতি দলকে ভোগাবে না। ভালো প্রস্তুতি হয়েছে। টার্গেট দুটি ম্যাচই জয়। অনেক সিনিয়রই নেই। থাকলে ভালো হতো। তবে আমরা বিচলিত নই। এখানে বয়সভিত্তিক এমন খেলোয়াড় রয়েছেন, যারা জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছে। নারী দল এমন পর্যায়ে গেছে কারও অভাব অনুভব করার মতো নয়।
কেউ না খেললে ফুটবল থেমে থাকবে না। কোচ পিটার বাটলার গুণী কোচ। উনার প্রশিক্ষণে জাতীয় দল সাফে চ্যাম্পিয়ন হয়েছে। উনার কৌশল সত্যিই শিক্ষণীয়।