আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়লেন ইংল্যান্ডের বেন ডাকেট। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে দর্শকদের বিনোদন দিলেন ইংলিশ এই ব্যাটার। ১৪৩ বলের ইনিংসে ১৭টি চার ও তিনটি ছক্কার মারে করলেন ১৬৫ রান। এই ইনিংসের মধ্য দিয়ে ২১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন বেন ডাকেট। তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের ১৪৫ রানের ইনিংসকে। ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন কিউই ব্যাটার অ্যাস্টল।
বেন ডাকেট গতকাল নিজেকেও ছাড়িয়ে গেলেন। ওয়ানডে ক্রিকেটে এর আগে তিনি ১৯ ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি করেন। তার সর্বোচ্চ ইনিংস ছিল ১০৭* রান। গতকাল বেন ডাকেট যেন নতুন করে নিজেকে চেনালেন। তার একেকটি চার ছক্কার মারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্রিকেটে বড় ইনিংস দেখতে পছন্দ করেন দর্শকরা। বিশেষ করে সেই ইনিংস যদি হয় ক্রিকেটের বড় কোনো মঞ্চে, তবে তো কথাই নেই। ঠিক সেই কাজটাই করলেন বেন ডাকেট। তার এ ইনিংস বহুদিন মনে রাখবেন দর্শকরা। মনে রাখবেন অস্ট্রেলিয়ান বোলার লাবুশেন, জনসন, ম্যাক্সওয়েল, জাম্পারাও। অস্ট্রেলিয়ান বোলারদের পাত্তাই দেননি বেন ডাকেট। অবশ্য লাবুশেনের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন তিনি।
ইতিহাস গড়া ম্যাচে ইংল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে। ইংল্যান্ডের পক্ষে বেন ডাকেট ছাড়াও রান করেন জো রুট। তিনি ৭৮ বলে ৬৮ রান করেন। বাকিদের কেউ বড় স্কোর গড়তে পারেননি। অস্ট্রেলিয়ার পক্ষে ৬৬ রানে ৩ উইকেট শিকার করেন বেন দোয়ারসুস। এ ছাড়া দুটি করে উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা ও লাবুশেন। ৩৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩১ রান করে অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন জোফরা আর্চার ও মার্ক উড।