করাচিতে আট বছর পর শুরু হয়েছে ৮ জাতির চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশের আজ চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টায় ভারতের বিপক্ষে খেলবে নাজমুল বাহিনী। ক্রিকেটারদের উৎসাহ দিতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুবাই যান। সেখানে তিনি ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন টিম হোটেলে। মেয়দান হোটেলে ক্রিকেটারদের সঙ্গে খোশগল্প করে চাপমুক্ত থেকে আনন্দচিত্তে খেলার পরামর্শ দেন। দুবাই থেকে বিসিবি সভাপতি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আমি কথা বলেছি। আমার মনে হয়েছে তারা ভীষণ অনন্দদায়ক মেজাজে আছে।’ বিসিবি সভাপতিকে পাশে পেয়ে ক্রিকেটাররাও খুশি। তারা একসঙ্গে ডিনার করেন। বিসিবি সভাপতি ফারুক আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের পাশে আমাদের থাকা এবং সমর্থন দেওয়াটা জরুরি। ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা, যেখানে আপনি প্রতিটি ম্যাচ জিতবেন না। কিন্তু ভীষণ খুশি যে, আমাদের অধিনায়ক ভীষণ আত্মবিশ্বাসী। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তারা কোনো প্রকার চাপে নেই।’
আমি তাদের বলেছি চাপ নয়, চাপমুক্ত ক্রিকেট খেলতে। শিশুকালে যেভাবে আনন্দ করেছে।’ নাজমুল বাহিনীর পরের দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ জুলাই পাকিস্তানের বিপক্ষে।