নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে শুরুতেই হেরে গেল চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেলটেক ক্রিকেট একাডেমির কাছে ৫৩ রানে হেরে যায় তারা। প্রথমে ব্যাট করতে নেমে শেলটেক ২৪৯ রান সংগ্রহ করে। ২৫০ রানের টার্গেটে ৪৮.১ ওভারে ১৯৫ রানে থেমে যায় মোহামেডান। শেলটেকের সুমাইয়া সর্বোচ্চ ৮৩, ইসমা ৬৮ রান করেন। মেঘলা ৪ উইকেট পান। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে প্রিমিয়ার লিগে নতুন দল গড়েছে শেলটেক। শুরুতে যাত্রা হলো জয়ে।
মোহামেডানের হারের দিনে ঘাম ঝরানো জয় পেয়েছে ঢাকা আবাহনী। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪ উইকেটে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে পুলিশ ৯৮ রান সংগ্রহ করে। ৯৯ রান তুলতে গিয়ে আবাহনী ৬ উইকেট হারিয়ে ফেলে। অবশ্য ম্যাচটি তারা জিতে নেয় ২৫.৩ ওভারে। আবাহনীর পিংকি সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে ইউল্যাব মাঠে গুলশান ইয়ুথ হারায় খেলাঘরকে। খেলাঘর শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে যায়। আশা ৫.৪ ওভারে ৯ রানে ৬ উইকেট পান। গুলশান ১৬ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আফিয়ার ব্যাট থেকে আসে ১৭ রান।