অনেক সমীকরণের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। আট বছর পর ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি ফের শুরু হচ্ছে। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান এবং সহ আয়োজক সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল সিন্ধু পাড়ের দেশটি। গত তিন দশকে দেশটি এশিয়া কাপসহ অনেক টেস্ট ও ওয়ানডে ম্যাচের আয়োজন করেছে। একই সঙ্গে নিরাপত্তাহীনতার অজুহাতে বহু বছর আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধও ছিল দেশটিতে। যে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজনে সামর্থ্য, প্রমাণ করতে চাইছে পাকিস্তান। এজন্য আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রতিটি ভেন্যুতে ১২ হাজার করে অতিরিক্ত পুলিশ নিয়োগ দিয়েছে।
অনেক সমীকরণের টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তানের প্রতিপক্ষ মিচেল স্যান্টানারের নিউজিল্যান্ড। টুর্নামেন্টটিকে ঘিরে সাজসাজ রব পাকিস্তানজুড়ে। ১৯৯৬ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজন করার মুহূর্তটিকে ঐতিহাসিক বললেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। তিনি বলেন, ‘দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে আইসিসির কোনো গ্লোবাল টুর্নামেন্ট। আমি মনে করি ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে এবং আনন্দচিত্তে গ্রহণ করতে প্রস্তুত গোটা জাতি।’ ম্যাচগুলোর সাক্ষী হতে ক্রিকেটপ্রেমীরা দীর্ঘলাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন।
টুর্নামেন্ট শুরুর আগে দুই দলের ইনজুরির তালিকা দীর্ঘ। স্বাগতিক রিজওয়ান বাহিনী সার্ভিস পাচ্ছে না সহকারী অধিনায়ক সালমান আগার। না খেলার শঙ্কা রয়েছে ফাস্ট বোলার হারিস রউফের। ইনজুরির তালিকায় বেহাল অবস্থান স্যান্টানার বাহিনীরও। দলটির স্ট্রাইক পেসার লুকি ফার্গুসন ছিটকে পড়েছেন। তার জায়গায় অবশ্য নিয়েছে দীর্ঘদেহী পেসার কাইলি জেমিসনকে। ইনজুরিতে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন ফাস্ট বোলার বেন সিয়ার্স। আজ না খেলার সম্ভাবনা রয়েছে ওপেনার রাচিন রবীন্দ্রের। নিউজিল্যান্ড দল গতকাল করাচি পৌঁছায়। অনুশীলন করেনি। রিজওয়ান বাহিনী অনুশীলন করেছে ফ্লাড লাইটের আলোয়। শিরোপা ধরে রাখতে উন্মুখ স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘পারফরম্যান্সের কোনো বিকল্প নেই। হয়তো আমরা আমাদের সামর্থ্য নিয়ে খেলতে পারছি না। কিন্তু আমরা সবাই চ্যাম্পিয়ন হতে চাই দেশ ও জনগণের জন্য।’ পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী দল। ২০০২ সালে কেনিয়ার নাইরোবিতে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে ব্ল্যাক ক্যাপসদের এখন পর্যন্ত এটাই একমাত্র শিরোপা। পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ১৯৯২ সালে। টি-২০ বিশ্বকাপ জিতেছে ২০০৯ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নও দলটি। শিরোপা ধরে রাখতে মরিয়া রিজওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। শিরোপা পুনরুদ্ধার করতে চাইছে স্যান্টানারের দল কিউইরা। বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলা শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল ৯ মার্চ এবং দুই সেমিফাইনাল যথাক্রমে ৪ ও ৫ মার্চ।
পাকিস্তানের উইকেট ও কন্ডিশনে মানিয়ে নিতে টুর্নামেন্টের আগে একটি তিন জাতির টুর্নামেন্ট খেলেছে পাকিস্তানসহ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ‘বি’ গ্রুপে খেলছে। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিন জাতির টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। আজকের ম্যাচে দুই দল নিজেদের প্রমাণে খেলবে। স্বাগতিকদের সেরা ক্রিকেটার বাবর আজম ছন্দে নেই। তারপরও টিম ম্যানেজমেন্টের শতভাগ আস্থা সাবেক অধিনায়কের ওপর। এজন্য তাকে ওপেন করানোর পরিকল্পনা করেছে। বহুদিন পর পাকিস্তান দলে ফিরেছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার খুশদিল শাহ ও ফাহিম আশরাফ। দুজনই খেলে গেছেন বিপিএল। করাচির উইকেটে শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন।