আগের ম্যাচে ড্র করা লিভারপুল জয়ে ফিরেছে। গতকাল আনফিল্ডে অনুষ্ঠিত ঘাম ঝরানো ম্যাচে ২-১ গোলে তারা পরাজিত করেছে উলভার হ্যাম্পসটনকে। এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা আবারও সাত করল লিভারপুল। ২৫ ম্যাচে তারা ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে সমান ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৫৩। ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ইংলিশ ফুটবলে প্রাচীনতম দলটি। ১৫ মিনিটেই পরিকল্পিত আক্রমণে গোল করে এগিয়ে যায় লিভারপুল। লুইস দিয়াজ জালে বল পাঠান। এর পর তাদের আক্রমণ ধার আরও বেড়ে যায়। স্বাগতিকদের আক্রমণ ঠেকাতে হিমশিম খেয়ে যায় উলভস। বিপজ্জনক এলাকায় উলভসের গোল রক্ষক ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। স্পট কিকে ভুল করেননি দারুণ ছন্দে থাকা মোহাম্মদ সালাহ। এটি প্রিমিয়ার লিগে তার ২৩তম এবং সব মিলিয়ে মৌসুমের ২৮ গোল।
বিরতির পর ব্যবধান কমাতে উলভস মরিয়া হয়ে ওঠে। লিভারপুলের রক্ষণভাগে ফাটলও ধরায় তারা। ম্যাচ যখন উলভসের নিয়ন্ত্রণে তখুনি ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল স্বাগতিকদের। ৫৭ মিনিটে পেনাল্টি পেলেও ভিআরের সহায়তায় তা বাতিল হয়ে যায়। উল্টো ৬৭ মিনিটে লিভারপুলের জালে বল জড়িয়ে যায়। দারুণ এক শটে ব্যবধান ২-১ করেন মাতেউস কুনিয়া। শেষ পর্যন্ত নাটকীয় কিছু ঘটেনি। কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
শনিবার লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েও আর্সেনালকে ৭ পয়েন্টে পেছনে থাকতে হলো। একই দিনে ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে নিউক্যাসলকে হারায়। ম্যানসিটি এখন চারে উঠলেও এ অবস্থায় তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ক্ষীণই বলা যায়।