ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরেছে চেলসি। শুক্রবার রাতে নিজেদের মাঠে এ জয় পায় ব্রাইটন। টানা দ্বিতীয় ম্যাচে চেলসিকে পরাজিত করল দলটি। ৮ ফেব্রুয়ারি এফএ কাপের ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারায় ব্রাইটন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগেও ব্লুজদের পরাজিত করল তারা। ব্রাইটনের পক্ষে ইয়ানকুবা মিনটেহ দুটি (৩৮ ও ৬৩ মিনিটে) গোল করেন। এ ছাড়াও কারো মিতোমা একটি গোল করেন ব্রাইটনের পক্ষে। এ পরাজয়ে ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে চেলসি। ব্রাইটন ৩৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার শিরোপার পথে ছুটছে লিভারপুল। অলরেডরা ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।