র্যাঙ্কিংয়ে অবস্থান যা-ই থাকুক না কেন ফুটবলের মানে বাংলাদেশ ও ভারতের কোনো পার্থক্য নেই। তার পরও মাঠের লড়াইয়ে বাংলাদেশ পেরে উঠছে না। জাতীয় দলের যে কোনো প্রতিযোগিতায় ভারতের জয়টা যেন অভ্যাসে পরিণত হয়েছে। ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসের সেমিফাইনালে শাহজাদা টিপুর একমাত্র গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালে যেবার সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে হারায়। যেহেতু নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ ড্র ছিল সেহেতু ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচটি ড্র। যদি জয়ও ধরা হয় তা হলেও এরপর বাংলাদেশ আর ভারতকে হারাতে পারেনি। ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচে লড়বে স্বাগতিক ভারতের বিরুদ্ধে। এ ম্যাচে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা রয়েছে। ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করছেন, সেদিনই ভারতের মাটিতে প্রথমবার জয় পাবে বাংলাদেশ।
এ ব্যাপারে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমি জানি ম্যাচটির জন্য মুখিয়ে আছেন দেশবাসী। সবাই চান জয়। হামজা খেললে বাংলাদেশের অনেক শক্তি বেড়ে যাবে। হামজাকে ঘিরে ভারত এখনই চাপে আছে। আমি চাই ম্যাচ জিতে হামজার অভিষেক স্মরণীয় করে রাখতে।’