স্থানীয় ক্রিকেটারদের ৭৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজি কোম্পানিটি বিজ্ঞপ্তি দিয়ে পারিশ্রমিক পরিশোধের বিষয়টি জানায়। অথচ সদ্য সমাপ্ত বিপিএলে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছিল দলটি। পারিশ্রমিক পরিশোধ না করায় বিদেশি ক্রিকেটাররা একটি ম্যাচ খেলেননি। স্থানীয় ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেন এক দিন। তারপরও দলটির পারফরম্যান্স ছিল ভালো। রানরেটে প্লে অফ খেলতে পারেনি। বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ ক্রিকেট দল এখন দুবাইয়ে। মরুশহরে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের সবার নজর চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। তারপরও বিপিএল বিতর্ক এখনো আলোচনায়। আলোচনায় উঠে এসেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নির্বাচন প্রক্রিয়া। বিপিএলে দল পেতে আগ্রহী ছিল মিসরের ‘ওরাসকম’ নামে একটি গ্রুপ অব কোম্পানি। কিন্তু বিসিবি তাদের দরপত্র না খুলে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ভ্যালেন্টাইন গ্রুপকে দেয়। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, বিসিবি ইচ্ছাকৃতভাবে ওরাসকম কোম্পানির প্রতি আগ্রহী হয়নি। এই বিতর্কের অবসান ঘটাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, পুরোপুরি নীতিগত সিদ্ধান্তের কারণেই দেওয়া হয়নি, ‘বিপিএলের ১১ বছরের ইতিহাসে আমরা কখনো কোনো বিদেশি কোম্পানিকে বিবেচনা করি নাই। যদি করতেও হয়, তাহলে আমাদের একটা বোর্ড মিটিং করতে হতো।
সেজন্য যখন বিদেশি কোম্পানি এসেছিল, তাদের আমরা বিবেচনা করিনি। কারণ, বিদেশি কোম্পানি বিবেচনা করার মতো এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’ মিসরীয় কোম্পানিটি টেলিকমিউনিকেশন ব্যবসার সঙ্গে জড়িত। এ ছাড়া কনস্ট্রাকশন ব্যবসাও করে।