নারী দলের ১৮ ফুটবলার তাঁদের সিদ্ধান্তে অটল রয়েছেন। পিটার বাটলার কোচের দায়িত্বে থাকলে কোনো অবস্থায়ই ফুটবলের কর্মসূচিতে অংশ নেবেন না। এমন শক্ত অবস্থানে থাকার পরও শোনা যাচ্ছে সাবিনাদের বরফ গলতে শুরু করেছে। তাঁরা তাঁদের আন্দোলনের ইতি টেনে অনুশীলনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বাফুফে নির্বাহী কমিটির এক সদস্য জানান, মঙ্গলবার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল একান্ত আলাপ করেন নারী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে। এর আগেও সভাপতি ১৮ জন ফুটবলারের সঙ্গে বসেছিলেন। সেখানে কোনো সুরাহা না হলেও অধিনায়কের সঙ্গে আলাপ করার পর আন্দোলনরত খেলোয়াড়দের বরফ গলতে শুরু করেছে। তাবিথ অধিনায়ককে বোঝাতে সক্ষম হয়েছেন, দুবার সাফ চ্যাম্পিয়ন হয়ে মেয়েরা দেশবাসীর মন জয় করেছে। সাফল্যের জন্য নারী দলকে একুশে পদক দেওয়া হচ্ছে। এমন অবস্থায় অভিমান মানায় না। দেশের স্বার্থে সিদ্ধান্ত বদল করা উচিত। এতে আরও গ্রহণযোগ্যতা বাড়বে। তা ছাড়া জাতীয় দলে খেলতে বিকল্প কেউ নেই। নারী দলকে আরও এগিয়ে নিতে ১৮ জনকেই দরকার।
সভাপতি আরও কিছু আশ্বাস দিয়েছেন। সবকিছু বিবেচনা করেই দেশের স্বার্থে তাঁরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করে নেবেন-এমন কথা শোনা গেলেও আন্দোলনরত খেলোয়াড়দের পক্ষ থেকে চূড়ান্ত কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, সমস্যার সমাধান হতে চলেছে।