লিভারপুল ও এভারটনের মধ্যকার চার লাল কার্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেছেন চারজন। লিভারপুলের হয়ে কার্টিস জোন্সের পাশাপাশি লাল কার্ড দেখেছেন কোচ আর্নে স্লট ও সহকারী কোচ সিপকে হালশফ। আর এভারটনের হয়ে লাল কার্ড দেখেছেন আবুদলাই দুকুরে। ডার্বির এই ম্যাচটি গত ডিসেম্বরেই হওয়ার কথা ছিল। কিন্তু ঝড়ের কারণে স্থগিত হয় ম্যাচটি। এই ম্যাচ ছাড়াই ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে আছে লিভারপুল। তবে বুধবার গুডিসন পার্কে হাতে রাখা ম্যাচের সুযোগটি নিতে পারল না লিভারপুল। এভারটনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে ‘অল রেড’রা। লিভারপুলের হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এবার এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালাহ (২২টি)। আর এভারটনের হয়ে গোল করেছেন বেতো ও জেমস তারকোফস্কি। ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য লিভারপুল। সবশেষ দ্বিতীয় স্তরের দল প্লাইমাউথের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে বিদায় নেয় তারা। অবশ্য এই এক পয়েন্টেই লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেকটু এগিয়ে গেল রেডরা। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল। আর ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে এভারটন। ১৮৯২ সালে যাত্রা শুরু করা গুডিসন পার্কের স্টেডিয়ামে ১২০ বার মুখোমুখি হলো দল দুটি।
যেখানে দুই দলই সমান ৪১ বার করে জয়ের স্বাদ পেয়েছে। গোলের পার্থক্য- এভারটন ১৪৩টি, লিভারপুল ১৪৯টি।