ছয় বছর ধরে সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) দেখা নেই। ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে শেষবার অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস। দীর্ঘদিন না হওয়ায় ধরে নেওয়া হয়েছিল গেমস আর গড়াবে না। মূলত ভারতের নীরবতায় এসএ গেমসের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ১৯৮৪ সালে শুরু হওয়া গেমসের নিয়ম ছিল সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে এসএ গেমস দুই বছর পরপর অনুষ্ঠিত হবে। কিন্তু শুরুর দিকে ঠিক থাকলেও পরবর্তীতে নিয়ম আর মানা হয়নি। ২০১৯ সালের পর তিনবার তারিখ ঘোষণা করেও গেমস মাঠে নামানো যায়নি। আয়োজক হিসেবে পাকিস্তানের নামই ঘোষণা করা হয়েছিল। দেশটিতে সন্ত্রাসী কার্যকলাপে গেমস কয়েকবার পিছিয়েছে।
পাকিস্তান অলিম্পিক সংস্থাই এখন গেমস শুরুর জন্য তৎপর হয়ে উঠেছে। কীভাবে এসএ গেমসের জট খোলা যায় তা নিয়েই অন্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। ভারত এ আলোচনায় অংশ নেবে কি না তা নিয়ে সংশয় থাকলেও চলতি মাসের ২৫ বা ২৬ তারিখ বৈঠক হতে পারে। সভায় যোগ দিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আমন্ত্রণপত্র পেয়েছে। কারা এ সভায় প্রতিনিধিত্ব করবেন তা এখনো ঠিক হয়নি। ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে শেষবার গেমস হয়। চলতি বছরই ডিসেম্বর মাসে লাহোরে এসএ গেমস আয়োজনের চিন্তা করছে পাকিস্তান।