পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গতকাল লাহোরে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের দারুণ ব্যাটিংয়ে ৮ বল বাকি থাকতেই প্রোটিয়াদের দেওয়া ৩০৫ রানের লক্ষ্য টপকে যায় কিউইরা। জয়ের নায়ক কেন উইলিয়ামসন তার ১৪তম ওয়ানডে সেঞ্চুরি করেন ৭২ বলে (দ্বিতীয় দ্রুততম)। ১১৩ বলে অপরাজিত ১৩৩ রান করার পথে ১৩ চার ও ২ ছক্কা হাঁকান তিনি। প্রায় সাড়ে পাঁচ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন এ কিউই তারকা। সবশেষ ম্যানচেস্টারে ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৭ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। উইলিয়ামসন ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন (১৫৯ ইনিংস)। হাশিম আমলার রেকর্ডটি ১৫০ ইনিংসে। কনওয়ে ৯ চার ও এক ছক্কায় ১০৭ বলে ৯৭ রান করেন। ১১ ইনিংস শেষে পেলেন ফিফটির দেখা। উইলিয়ামসন ও কনওয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে কিউইদের সর্বোচ্চ জুটি এটি। ২০১৭ সালে হ্যামিল্টনে তৃতীয় উইকেটে মার্টিন গাপটিল ও রস টেইলরের ১৮০ রানের জুটি ছিল সর্বোচ্চ। অন্যদিকে, বিফলে যায় ওয়ানডে অভিষেকে ম্যাথিউ ব্রিটজকের ইতিহাস গড়া ১৫০ রানের ইনিংস। যা ওয়ানডে অভিষেক ম্যাচে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ ছাড়া ব্রিটজকে প্রোটিয়াদের মধ্যে চতুর্থ ক্রিকেটার যিনি প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন।