এক সপ্তাহ পর ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো ওয়ানডে খেলে প্রস্তুতি নিচ্ছে। লাহোরে তিন জাতির সিরিজ খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফির তিন চ্যাম্পিয়ন পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে খেলছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ড। টেস্ট সিরিজ শেষে একটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আসরের সাত দল প্রস্তুতি নিচ্ছে ৫০ ওভারের ম্যাচ খেলে। অথচ নাজমুল হোসেন শান্তরা প্রস্তুতি নিয়েছেন টি-২০ টুর্নামেন্ট বিপিএল খেলে। ২০ ওভারের ম্যাচ খেলে ওয়ানডে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতিটা ভালো হলো কি না, এমন প্রশ্নের জবাবে টাইগার হেড কোচ ফিল সিমন্স মিডিয়াকে বলেন, ‘আমি মনে করছি সেরা প্রস্তুতিটা হচ্ছে না দলের।’ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা ছাড়বে নাজমুল বাহিনী। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলবে টাইগাররা। হাইব্রিড টুর্নামেন্টে নাজমুল বাহিনীর প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে দুবাইয়ে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান ম্যাচ দুটির ভেন্যু রাওয়ালপিন্ডি। অবশ্য মূল আসরে নামার আগে দুবাইয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল বাহিনী।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েন বিপিএল নিয়ে। ২০ ওভারের টুর্নামেন্ট খেললেও টাইগার ক্রিকেটারদের প্রস্তুতি কম হয়নি। ক্রিকেটারদের ম্যাচ খেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ক্যারিবিয়ান কোচ সিমন্স। তিনি বলেন, ‘একটা বিষয় পরিষ্কার, ক্রিকেটাররা সাদা বলে ক্রিকেট ম্যাচ খেলেছে। যার অর্থ, তারা ম্যাচের মধ্যে আছে। তাদের স্কিল ঠিকই আছে। আগামী ৬-৭ দিনে ওদের মানসিকতা ৫০ ওভারের ক্রিকেটের দিকে আনতে হবে। এখন ৫০ ওভারের মানসিকতা আনাই মূল টার্গেট।’
টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বিপিএলে খেলেছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের পক্ষে। যদিও শেষ দিকে টানা ৮ ম্যাচ খেলার সুযোগ পাননি। সে সময় তিনি টাইগারদের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সময় কাটিয়েছেন ব্যাটিং ছন্দে ফিরতে। অধিনায়কের ছন্দে ফেরা নিয়ে টাইগার হেড কোচ বলেন, ‘নাজমুলের ব্যাপারে একটা জিনিস বলতে পারি, সে খুব কঠোর পরিশ্রম করছে। সে জানত খেলবে না, এজন্য সে তার নিজের কাজটা করেছে। খেলা এখন ৫০ ওভারের। অধিনায়ক নাজমুল এই ফরম্যাটে খেলেনি এমন নয়, তবে তার একটা শক্তিশালী মানসিক অবস্থা প্রয়োজন হবে। আমার মনে হয় সেটা তার আছে।’
দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ হয়নি উইকেটরক্ষক ব্যাটারের। সুযোগ পাননি। যেদিন বাদ পড়েছেন, সেদিনই ৫৫ বলে ১০ চার ও ৯ ছক্কায় ১২৫ রানের টর্নেডো ইনিংস খেলেন লিটন। যে ছন্দের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পাননি। বিপিএলে সেই ছন্দ ফিরে পান। সিমন্স বলেন, ‘লিটন সহসাই জাতীয় দলে ফিরবেন। মজার বিষয়, লিটনের সঙ্গে আমার কথা হয়েছে। স্কোয়াডে না থাকলে খেলোয়াড়রা হতাশ হবেই। সে ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে তাকে ফর্মে ফিরতে দেখেছি। এমন একজন খেলোয়াড়কে আপনি মিস করবেন। সে এটা মেনে নিয়েছে যে রান করছিল না। আমি এটা বলতে পারি, দলে ফিরতে কঠোর পরিশ্রম করছে লিটন।’
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর বসবে পাকিস্তানের পাশাপাশি দুবাইয়ে। ভারতের ম্যাচগুলো ‘মরুশহর’ দুবাইয়ে। ভারত যদি ফাইনাল খেলার সুযোগ পায়, তাহলে ফাইনাল হবে মরুশহরে। গ্রুপের একমাত্র দল হিসেবে বাংলাদেশকে দুই দেশে ক্রিকেট খেলতে হবে। দুই দেশ হলেও কন্ডিশন প্রায় একই রকম। দুই দেশের প্রস্তুতি নিয়ে টাইগার কোচ বলেন, ‘আমাদের প্রথম প্রস্তুতি দুবাইয়ে। সেখানে যদি সঠিক কাজগুলো করতে পারি, তাহলে টুর্নামেন্টে আমাদের শুরুটা ভালো হবে। স্থানীয় কোচ হিসেবে সালাউদ্দিন কাজ করছেন। তার কাজে সন্তুষ্টি ঝরেছে সিমন্সের কণ্ঠে। তিনি বলেন, ‘যোগদানের পর থেকে সালাউদ্দিন অসাধারণ কাজ করছে। অন্যদের সঙ্গে আমি মাত্র দুদিন কাজ করেছি। তারাও ভালো।’