এক সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন। বল ডক্টরিংয়ের অভিযোগে বাদ পড়েন নেতৃত্ব থেকে। স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার। মাঝে ছন্দ হারিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। লড়াকু ক্রিকেটার স্মিথ সর্বশেষ ৫ টেস্টে ৪টি সেঞ্চুরি করেছেন। এখন তার সেঞ্চুরি সংখ্যা ১১৭ টেস্টে ৩৬টি। যার সর্বশেষ দুটি আবার শ্রীলঙ্কার বিপক্ষে। রান ১০ হাজার ২৭১। টানা দুই টেস্টের সেঞ্চুরিয়ান স্মিথ এবার শ্রীলঙ্কা সফরে অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার। তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতল। গলে ৭৫ রান তাড়া করে ৯ উইকেটে বড় ব্যবধানে জিতেছে স্মিথ বাহিনী। সিরিজের প্রথম টেস্টও জিতেছিল দলটি ইনিংস ব্যবধানে। ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ সিরিজ জিতেছিল ২০১১ সালে। এবার ফের জিতল সিরিজ। গত ১৪ বছরে এশিয়ায় এবার নিয়ে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জিতল। সর্বশেষ ২০২২ সালে সিরিজ জিতেছিল। শ্রীলঙ্কায় অবশ্য এর মাঝে আরও দুবার সফর করেছিল দেশটি। ২০১৬ সালে সিরিজ হেরেছিল এবং ২০২২ সালে ড্র করেছি। গতকাল ৫৪ রানে এগিয়ে খেলতে নামে স্বাগতিক বাহিনী। শেষ ২ উইকেট হারিয়ে স্কোর কার্ডে যোগ করে ১০ রান। রান করে ২৩১। প্রথম ইনিংসে ৮৫ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস গতকাল করেন ৫০ রান। স্মিথ বাহিনীকে টার্গেট দেয় ৭৫ রান। একদিন হাতে রেখে ট্রাভিস হেডের উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : প্রথম ইনিংস, ২৫৭ (কুশল মেন্ডিস ৮৫*) ও দ্বিতীয় ইনিংস : ২৩১/১০, ৬৮.১ ওভার (কুশল মেন্ডিস ৫০।
অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ৪১৪ (স্টিভ স্মিথ ১৩১, অ্যালেক্স কেয়ারি ১৫৬) ও দ্বিতীয় ইনিংস : ৭৫/১, ১৭.৪ ওভার।