বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়কার ওপেনার জাভেদ ওমর বেলিম গুল্লু। দেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলার নায়ক এখন শিশু ও কিশোরদের মননশীলতা নিয়ে কাজ করতে চান। সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ক্রিকেটসামগ্রী দিয়ে সহয়তা করতে চান। এজন্যই শুরু করেছেন ‘জাভেদ ওমর ইনিশিয়েটিভ’। গতকাল মিরপুরে একটি রেস্তোরাঁয় এই উদ্যোগটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনসহ মিডিয়া কর্মীরা। শিশু ও কিশোরদের নিয়ে কাজ করার প্রসঙ্গে গুল্লু বলেন, ‘কিছু ব্যাপার নিয়ে আমি নিজেই খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তখন আমি যে অনুভূতির ভিতর দিয়ে গিয়েছি, তা খুব কঠিন ছিল। আমি চ্যালেঞ্জ নেওয়া পছন্দ করি, আমার মতো কেউই যদি এত ডাউন হয়ে যায়, বাচ্চারা তো তাহলে অনেক ডাউন হতে পারে। আমাদের এক অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়ও কয়েক বছর আগে আত্মহত্যা করেছিল। এসব বিষয়ে সহায়তা করতে চাই আমি।’