ক্রিকেটপ্রেমীদের উন্মাদনায় বিপিএলে টানা দুই শিরোপাজয়ী ফরচুন বরিশাল দলকে সংক্ষিপ্ত সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন। বেলা আড়াইটায় বেলস পার্ক ময়দানে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে হাজারো ক্রীড়াপ্রেমীর ভিড়ে লোকারণ্য হয় বেলস পার্ক মাঠ। ভিড়ে খেলোয়াড় ও বিপিএলের দুবারের ট্রফি নিয়ে মঞ্চে আসতে বিকাল ৪টা পেরিয়ে যায়। মঞ্চে মিনিট পাঁচেক সময় থেকে চলে যায় খেলোয়াড়সহ টিম ম্যানেজমেন্ট। খেলোয়াড়দের বক্তব্য শুনতে না পারায় ক্রীড়াপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় বিক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানের চেয়ার ভাঙচুর করে। এর আগে দুপুরে ভাড়া করা একটি বিমানে ফরচুন বরিশালের খেলোয়াড়সহ টিম ম্যানেজমেন্ট বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে একটি বাসে বরিশাল শিল্পনগরীতে (বিসিক) ফরচুনের প্রিমিয়াম সু কোম্পানিতে আসেন। সেখানে খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। পরে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। সেখান থেকে বরিশাল বেলস পার্ক ময়দানের উদ্দেশে রওনা দেয় তারা। পথে পথে নগরবাসী তাদের শুভেচ্ছা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্রিকেটপ্রেমীদের উন্মাদনায় বিব্রত ও বিরক্ত হয়েছে টিম ফরচুন। এমন অবস্থায় ফিরে যেতে হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান অসম্পূর্ণ রেখেই। আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়নি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, ডিআইজি মঞ্জুর মোর্শেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শুচিতা শরমিন, সেনানিবাসের জিওসি মোয়াজ্জেম হোসেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী প্রমুখ। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাদ রিয়াদ, তাওহিদ হৃদয়, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, ইমরান জুনিয়র, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, রিপন মন্ডল এবং নাইম ইসলাম।