গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতেও এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানের লিড নিয়েছে লঙ্কানরা। ৮ উইকেট হারিয়ে ২১১ রানে দিন শেষ করেছে ধনাঞ্জয়া ডি সিলভার দল। দলের হয়ে অ্যাঞ্জেলা মেথিউস সর্বোচ্চ ১৪৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। অধিনায়ক ডি সিলভা ২৩ রান এবং কুশাল মেন্ডিস ৫০ বলে ৪৮ রানে অপরাজিত আছেন। আজ তার সঙ্গে মাঠে নামবেন নিশান পেইরস। লঙ্কানদের হাতে আছে মাত্র দুটি উইকেট। একমাত্র ভরসা ব্যাটার কুশাল মেন্ডিস। অসিদের হয়ে মেথিউ কুনেম্যান ৪টি, নাথান লায়ন ৩টি ও উয়েবস্টার ১টি উইকেট শিকার করেছেন। এর মধ্য দিয়ে লায়ন টেস্ট ক্যারিয়ারে ৫৫২তম উইকেট নেন।
এর আগে প্রথম ইনিংসে ২৫৭ রানের জবাবে অধিনায়ক স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেরির সেঞ্চুরিতে ৪১৪ রান করে অস্ট্রেলিয়া।