ফরচুন বরিশাল বিপিএলে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। শুক্রবার বিপিএলের ফাইনালের শ্বাসরুদ্ধকর খেলায় জয়ের পর নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে কিশোর-যুবকসহ বিভিন্ন বয়সিরা আনন্দ মিছিল করেছেন। নগরীর প্রায় সব এলাকায় বড় পর্দায় খেলা দেখা হয়েছে। সবচেয়ে বড় আয়োজন ছিল নগরীর বেলস পার্কে। সেখানে বড় পর্দায় খেলা দেখতে হাজির হন কয়েক হাজার দর্শক। খেলায় জয়লাভের পর সেখানে সবাই নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে লোকজন আনন্দ মিছিল, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে আনন্দ মিছিল নিয়ে সদর রোডে আসেন। এ সময় বিভিন্ন বাদ্যবাজনা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পিছিয়ে ছিল না নারীরাও। তারাও সবার সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে অংশ নিয়েছেন।
ফাইনাল খেলা উপলক্ষে নগরীর প্রায় সিংহভাগ পাড়া-মহল্লায় ভূরিভোজেরও আয়োজন ছিল। আনন্দ মিছিল করে ভূরিভোজ করেছেন। এ ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় বাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা।
নগরীর বগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের সামনে বড় পর্দায় খেলা দেখা সাইফুল ইসলাম সুজন বলেন, বরিশাল জিতেছে আয়োজন সার্থক হয়েছে। গোলাম মোর্শেদ নামে এক দর্শক বলেন, সবারই অবদান ছিল। এর মধ্যে তামিম অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
শেষ ওভারে রিশাদ হোসেনের ছয় বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি।
মাহমুদ রাব্বি নামে এক দর্শক বলেন, বিপিএলে বরিশাল সব সময়ই ভালো করেছে। বিগত সময়ে সাকিবের রহস্যজনক ভূমিকার কারণে চ্যাম্পিয়ন হতে পারেনি। এজন্য সাকিব আল হাসানের প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি।