বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ আসরের টুর্নামেন্ট-সেরার দৌড়ে ছিলেন অনেকেই। তাই শিরোপার পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের চোখ ছিল কে হচ্ছেন টুর্নামেন্ট-সেরা। সব আলোচনা থামিয়ে এবারের টুর্নামেন্ট-সেরার পুরস্কার জিতেছেন মেহেদি হাসান মিরাজ। গতকাল ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময় বাংলাদেশ ক্রিকেটের এ অলরাউন্ডারের নাম ঘোষণা করা হয়। যদিও খুলনা টাইগার্সের অধিনায়কের সঙ্গে এ সেরার লড়াইয়ে ছিলেন তাঁরই সতীর্থ নাইম শেখ এবং পাকিস্তানি তারকা খুশদিল শাহ। তবে মিরাজ এবারের বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ১৪ ম্যাচে ৩৫৫ রানের পাশাপাশি নিয়েছেন ১৩টি উইকেট। সঙ্গে তাঁর নেতৃত্বের সাফল্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মিরাজের এ টুর্নামেন্ট-সেরার ক্ষেত্রে। বিপিএলের ইতিহাসে প্রথম দুই আসরের পর আরও দুবার টুর্নামেন্ট-সেরার মুকুট পরেন সাকিব আল হাসান।
তিনি ছাড়া আর কেউ এ পুরস্কার একাধিকবার পাননি।