টেস্ট খেলুড়ে দেশ হওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন মিজানুর রহমান বাবুল। ছিলেন মিডিয়াম পেসার। ক্যারিয়ার শেষে বাবুল এখন কোচ। বিপিএলের চলতি আসরে তিনি কোচিং করাচ্ছেন ফরচুন বরিশালকে। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। বাবুলের কোচিংয়েই গত আসরের শিরোপা জিতেছিল দলটি। এবারও শিরোপা জিততে মড়িয়া। শিরোপা জয়ের এক ধাপ আগে দাঁড়ানো বরিশালের কোচ বাবুল আত্মবিশ্বাসী। গতকাল ঐচ্ছিক অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করে জানিয়েছেন, ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে কেউই আসুক, আমাদের খেলতে হবে। আমি যদি বলি, একে চাই, ওকে চাই তাহলে অন্য একটা দলকে ছোট করা হবে। যে-ই আসুক, তাদের হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। দুই দলের প্রতিই শুভকামনা রইল। যারাই আসুক, তাদের সঙ্গে আমরা খেলব।’ গতকাল রাতেই চূড়ান্ত হয়েছে ৭ ফেব্রুয়ারির ফাইনালে ফরচুন বরিশালের প্রতিপক্ষ হয়েছে কোন দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল চিটাগং কিংস ও খুলনা টাইগার্স।
গত আসরের অধিকাংশ ক্রিকেটারকে ধরে রেখেছে বরিশাল। দলের অধিনায়ক তামিম ইকবাল। রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়দের মতো স্থানীয় ক্রিকেটার। রয়েছেন ডেভিড মালান, মোহাম্মদ আলির মতো বিদেশি ক্রিকেটার। এমন একটি দল নিয়ে শিরোপা জিততেই পারে ফরচুন বরিশাল। তবে গত বছরের অধিকাংশ ক্রিকেটার ধরে রাখার ফলও পাচ্ছে, স্বীকার করেন মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, ‘আমাদের যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল, ওই দলটা ধরে রাখার চেষ্টা করেছি। ইতিবাচক ফলাফল পাওয়ার কারণ হলো বন্ডিং। একটা দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন খেলতে আসে দলের প্রতি একটা ফিলিংস কাজ করে। এ দরদের থেকেই ফল বের হয়। আমাদের বেশিরভাগ ক্রিকেটার গত আসরে যারা খেলেছে, এবারও তারাই আছে। এটা একটা কারণ ফাইনালে ওঠার।’ ফাইনালে ওঠার পথে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ৯ উইকেট হারায় চিটাগং কিংসকে। লিগ পর্বে মাত্র দুটি ম্যাচ হেরেছিল রংপুর রাইডার্সের কাছে।