দুই সপ্তাহ পর চ্যাম্পিয়ন্স ট্রফি। দলগুলো স্কোয়াড ঘোষণা করেছে। বাই লেটারাল সিরিজ খেলে প্রস্তুত করছে নিজেদের। বাংলাদেশের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছেন বিপিএল খেলে। ৭ ফেব্রুয়ারি বিপিএলের এগারোতম আসরের ফাইনাল। ফাইনালের একদিন পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগারদের ক্যাম্প। ক্যাম্পের শুরু থেকেই থাকবেন হেড কোচ ফিল সিমন্স। চলে যাওয়ায় থাকছেন না নিক পোথাস। অবশ্য ক্যাম্প শুরুর দিন থেকে থাকবেন বিশ্বখ্যাত লেগ স্পিন কোচ পাকিস্তানের মুস্তাক আহমেদ। পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আগেও কোচিং করিয়েছেন টাইগারদের। এবারের হাইব্রিড চ্যাম্পিয়ন্স ট্রফির অধিকাংশ খেলা হবে পাকিস্তানে। শুধু ভারত খেলবে দুবাইয়ে। পাকিস্তানের কন্ডিশনে কীভাবে সহায়তা নেওয়া যায়, নিজের সেই অভিজ্ঞতা মুস্তাক শেয়ার করবেন ক্রিকেটারদের সঙ্গে। টাইগারদের ক্যাম্প নিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘টাইগারদের অনুশীলন শুরু ৬ ফেব্রুয়ারি (আজ)। এরপর বিভিন্ন স্টেজে ব্লিফ টেস্ট দিয়ে ৯ কিংবা ১০ ফেব্রুয়ারি শুরু হবে অফিশিয়াল অনুশীলন।’ নাজমুল বাহিনীর অনুশীলন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৩ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে দল। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলার আগে দুবাইয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন নাজমুলরা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম খেলা ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে। প্রতিপক্ষ ভারত। পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। ম্যাচ দুটির ভেন্যু রাওয়ালপিন্ডি। ২০১৭ সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আট বছর আগের সেই আসরই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ। আইসিসির কোনো আসরে বাংলাদেশের এটাই সর্বোচ্চ সাফল্য।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বেশকিছু কারণে আলোচিত। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নেওয়া হয়নি সরকার পরিবর্তনের পর। সাকিব ছিলেন আওয়ামী সরকারের সংসদ সদস্য। সেজন্য তার বিপক্ষে আইনি ঝামেলার সৃষ্টি হয়। তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। ছন্দে নেই বলে স্কোয়াডে সুযোগ পাননি লিটন দাস। তিন দেশসেরা ক্রিকেটারকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিপিএলের ফাইনাল ও কোয়ালিফায়ার খেলতে পারেননি, তারা ব্যক্তিগত উদ্যোগে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এরই মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।, অধিনায়ক নাজমুল শান্ত ছাড়া বাকিরা নিয়মিত খেলেছেন বিপিএলে। নাজমুল এখন ব্যাটিং অনুশীলন করছেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে। বিপিএল খেলে জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন ছন্দে। বিশেষ করে বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম করেছেন ৪৮৫ রান। আরেক বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ৪ ম্যাচে রান করেছেন ১০৫। তাওহিদ হৃদয় ২৮০ রান, পারভেজ হোসেন ইমন ২৮২ রান, মেহেদি হাসান মিরাজ ৩৫৩ রান ছাড়াও ১৩ উইকেট নেন। মাহমুদুল্লাহ রিয়াদ ১৯৯, মুশফিকুর রহিম ১৬৮ রান, তাসকিন আহমেদ ২৫ উইকেট, তানজিম হাসান সাকিব ১৬ উইকেট, মুস্তাফিজুর রহমান ১৩ উইকেট, নাসুম আহমেদ ১১ উইকেট, নাহিদ রানা ১০ উইকেট পেয়েছেন।
টাইগার স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।