বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৬-১৭ মৌসুমের চতুর্থ আসরে টুর্নামেন্টসেরা হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওই আসরে তিনি খুলনা টাইটান্সের অধিনায়ক ছিলেন। নেতৃত্বের পাশাপাশি ব্যাট ও বল হাতে ছিলেন উজ্জ্বল। ১৪ ম্যাচে রিয়াদের ব্যাট থেকে আসে বিপিএলের ওই দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৬ রান। এ ছাড়া বল হাতে ১০ উইকেট ও ফিল্ডিংয়ে ৬ ক্যাচও নিয়েছিলেন খুলনার অধিনায়ক।