বসুন্ধরা পেশাদার ফুটবল লিগে শীর্ষে থেকে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান প্রথম লেগ শেষ করেছে। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লেগ শুরু করবে সাদা-কালোরা। ২০ ফেব্রুয়ারি দশম রাউন্ড মাঠে গড়ানোর কথা। এরপর জাতীয় দলের অনুশীলনের জন্য লিগ বন্ধ থাকবে। প্রথমবারের মতো শিরোপ জিততে মধ্যবর্তী দলবদলে শক্তি বাড়াচ্ছে মোহামেডান। আনা হচ্ছে নতুন বিদেশি ফুটবলার। পুলিশ এফসিতে খেলে যাওয়া ভেনেজুয়েলার এডওয়ার্ড মরিয়োকে দলে টানা নিশ্চিত করেছে তারা। ছেড়ে দিচ্ছে আর্নেস্ট বোয়াটেংকে। ঘানার এ ফরোয়ার্ডের পারফর্ম্যান্সে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় লেগের শুরুতেই মরিয়োকে দেখা যাবে বলে ক্লাব থেকে জানানো হয়েছে।
ঢাকা আবাহনী ২০ পয়েন্টে দ্বিতীয় ও ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা কিংস। দুই দলও নতুন বিদেশি উড়িয়ে আনবে। প্রথম লেগে স্থানীয়দের নিয়ে খেলেছে আবাহনী। দ্বিতীয় লেগে দলের শক্তি বাড়াতে তিনজন বিদেশিকে অন্তর্ভুক্ত করবে তারা। বসুন্ধরা কিংসে লাতিন আমেরিকা থেকে খেলোয়াড় আসার কথা। এ ক্ষেত্রে ব্রাজিলিয়াই দেখা যেতে পারে। ফরাসি ফরোয়ার্ড জায়েদ খাসাকে তারা ছেড়ে দিচ্ছে। তিন দলের মধ্যে শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি। তাই বসুন্ধরা-মোহামেডান, বসুন্ধরা-আবাহনী ও আবাহনী-মোহামেডানের ম্যাচের গুরুত্ব থাকবে আলাদা।