গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন শ্রীলঙ্কার ব্যাটার দিমুথ করুণারত্নে। এটিই হবে ৩৬ বছর বয়সি করুণারত্নের ক্যারিয়ারের শততম ম্যাচ। সম্প্রতি ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পেরে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সর্বশেষ ১০ ইনিংসে মাত্র ১টি হাফ সেঞ্চুরিতে ১৭৩ রান করেন। ২০১২ সালের নভেম্বরে এ গলেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় করুণারত্নের। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৯টি টেস্টে ১৬ সেঞ্চুরি ও ৩৯ হাফ সেঞ্চুরিসহ ৩৯.৪০ গড়ে ৭ হাজার ১৭২ রান করেছেন এ লঙ্কান ব্যাটার। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ২৪৪ রানের ইনিংস খেলেন করুনারত্নে। টেস্ট ছাড়াও শ্রীলঙ্কার হয়ে ৫০টি ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৩১৬ রান করেছেন এ বাঁ হাতি। অবসর নিয়ে করুনারত্নে বলেন, ‘চলে যাওয়ার এখনই সঠিক সময়।
কারণ পরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য তিন বা চারজন তরুণ খেলোয়াড় দলে জায়গা করে নিতে পারবে। এ গলেই আমার টেস্ট অভিষেক হয়েছিল। তাই এখানেই শেষ করতে পারলে ভালো লাগবে।’