বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব আল হাসান চারবার সিরিজসেরার পুরস্কার জয় করেছেন। ২০১২ সালে প্রথম আসরে তিনি খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলে সিরিজসেরা হন। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলে সিরিজসেরার পুরস্কার জয় করেন সাকিব। এর পর ২০১৯ সালে ঢাকা ডাইনামাইটসের জার্সিতে এবং ২০২২ সালে ফরচুন বরিশালের জার্সিতে খেলে টুর্নামেন্ট সেরা হন তিনি।