চ্যাম্পিয়ন্স লিগে কোনো রকম জিতে নকআউট নিশ্চিত করেছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। সামনে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে নামার আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেল পেপ গার্ডিওলার দল। টানা ৬ ম্যাচ অপরাজিত থাকার পর রবিবার আর্সেনালের কাছে হারল আর্লিং হলান্ডরা। এমিরেটস স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে হারিয়ে ছেলেখেলা করল আর্সেনাল। ম্যাচ হেরে ম্যান সিটি চার নম্বরে থাকলেও, চেলসির সামনে সুবর্ণ সুযোগ পরের ম্যাচ জিতে তাদের পেছনে ফেলার। সিটিজেনরা শুরুতেই পিছিয়ে যায়। এদিন পাত্তাই পায়নি পেপ গার্ডিওলার দল। ম্যাচের শুরুতে মার্টিন ওডেগার্ডের গোলে পিছিয়ে পড়ার পর সমতা আনেন আর্লিং হলান্ড। কিন্তু সিটির উচ্ছ্বাস থেমে যায় পর মুহূর্তেই। পরে টমাস পার্টি, মাইলস লুইস-স্কেলি ও কাই হাভার্টজ এবং শেষ দিকে ইথান নোয়ানেরির দুর্দান্ত এক গোলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে আর্সেনাল। টানা ছয় ম্যাচ অপরাজিত (চার জয় ও দুই ড্র) থাকার পর ফের লিগে হারের স্বাদ পেল সিটি। গত দুই আসরে আর্সেনালকে টপকে শিরোপা জিতেছিল সিটি। তবে এবার খেলোয়াড়দের ইনজুরি ও অফ ফর্মের কারণে শেষ চারে নিজেদের টিকিয়ে রাখতে ধুঁকতে হচ্ছে টানা চারবারের শিরোপাধারীদের। ২৪ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আসরে সপ্তম হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।