পরশু রাতে দুবাইয়ে আইএল টি-২০ টুর্নামেন্ট খেলেন। গতকাল সকালে ঢাকায় আসেন ফরচুন বরিশালের পক্ষে খেলতে। মোহাম্মদ আলি পাকিস্তানের শিয়ালকোটের ডান হাতি পেসার। ৩২ বছর বয়সি এ পেসার ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র ৪টি। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ওয়ানডে কিংবা টি-২০ খেলেননি। মিরপুরে গতকাল সন্ধ্যায় খেলতে নেমে বাজিমাত করেন। বিপিএলে প্রথমবার খেলেই ৫ উইকেট নেন। হ্যাটট্রিক না করলেও চিটাগং কিংসের ইনিংসের ১৯তম ওভারে ৪ উইকেট নেন। আলির ইতিহাস গড়ার দিনে ‘লায়ন হার্ট’ ব্যাটিং করেন শামীম হোসেন পাটোয়ারি। বিপিএলের চলতি আসরে তাসকিন আহমেদ (৭/১৯) ও ফাহিম আশরাফের (৫/৭) পর তৃতীয় বোলার হিসেবে ৫ উইকেট নেন মোহাম্মদ আলি। তার স্পেল ৪-০-২৪-৫।
চিটাগং কিংস প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। ঠিক সেসময় ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৫০ বলে ৭৭ রান যোগ করেন শামীম। বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেন ৭ চার ও ৫ ছক্কায়। স্ট্রাইক রেট ১৬৮.০৮। তবে তার ইনিংসটা কাজে লাগেনি। জয় উপহার দিতে পারেনি চিটাগং কিংসকে। আলিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৪৯ রানেই শেষ হয় চিটাগংয়ের ইনিংস। জবাবে ১৭.২ ওভার ব্যাটিং করে ১৫০ রান করে ৯ উইকেটের জয়ে ফাইনালে পৌঁছে যায় ফরচুন বরিশাল। গতকাল সন্ধ্যার ম্যাচে উইকেটে ব্যাটারদের লড়াই করতে হয়েছে। উইকেটে বল ঘুরেছে এবং থেমে এসেছে। উইকেটের সুবিধা আদায়ে টস জিতে ফিল্ডিং নেন বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খাজা নাফে ও পারভেজ হোসেন ইমন চিটাগংয়ের পক্ষে ওপেন করেন। চ্যাম্পিয়নদের পক্ষে বোলিংয়ে ওপেন করেন ক্যারিবিয়ান সিমার কাইলি মেয়ার্স। প্রথম বল ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হয়। পরের বলে দুর্দান্ত সুইংয়ে বোকা বানিয়ে খাজাকে বোল্ড করেন মেয়ার্স। ছন্দে থাকা ক্লার্কও সাজঘরে ফেরেন মায়ার্সের বলে মালানের দুর্দান্ত ক্যাচে। ১২ ম্যাচে তার রান ৩৮৩। খুলনা টাইগার্সের ওপেনার মোহাম্মদ নাইম শেখ ৪৯২ রান করে সবার ওপরে। বর্তমান চ্যাম্পিয়নদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ ওভারের পাওয়ার প্লেতে ৪ উইকেটে ৪২ রান সংগ্রহ করে চিটাগং। সেই ধাক্কা সামলে জুটি বাঁধেন জাতীয় দলের দুই ক্রিকেটার পারভেজ ইমন ও শামীম পাটোয়ারি। এ জুটিতে চিটাগংয়ের স্কোর দাঁড়ায় ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান।
নিউজিল্যান্ডের ক্রিকেটার অ্যাডাম মিলনের গতকাল কোয়ালিফায়ারে খেলার কথা ছিল বরিশালের পক্ষে। কিন্তু দুবাইয়ে আইএল টি-২০ টুর্নামেন্টে কিউই ক্রিকেটারের দল জয় পেলে শেষ মুহূর্তে আসতে পারেননি। আইএল টি-২০ টুর্নামেন্টে দল বাদ পড়ায় ক্যারিবিয়ান অলরাউন্ডার মেয়ার্স পুনরায় ফেরেন দুবাই থেকে। তাকেসহ মোট চার বিদেশি ক্রিকেটার নিয়ে খেলেছে বরিশাল। বাকি তিন বিদেশি, ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান, পাকিস্তানের মোহাম্মদ আলি ও আফগানিস্তানের মোহাম্মদ নবী। বিপরীতে চিটাগং কিংসের বিদেশি ক্রিকেটার খাজা নাফে, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলি ও বিনুরা ফার্নান্দো।
লিগ পর্বে বরিশাল ও চিটাগং পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছিল। চট্টগ্রাম পর্বে মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংসকে ৬ উইকেট হারিয়েছিল তামিমের বরিশাল। বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে ফের মুখোমুখি হয় দুই দল। ম্যাচটি বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের জন্য আনুষ্ঠানিকতার হলেও চিটাগংয়ের জন্য ছিল ‘মাস্ট উইন’ ম্যাচ। রংপুর রাইডার্সকে টপকে কোয়ালিফায়ার খেলতে জয়ের বিকল্প ছিল না চিটাগংয়ের। এমন সমীকরণের ম্যাচটি চিটাগং ২৪ রানে হারায় তামিম বাহিনীকে। গতকাল আর পারেনি তারা। ফরচুন বরিশালের পক্ষে মাত্র ৫৬ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। এছাড়াও ডেভিড মালান করেন ৩৪ রান। তামিম ইকবাল ২৯ রানে আউট হলেও দলের জয় পেতে সমস্যা হয়নি। আরও একবার ফাইনালে পৌঁছে গেল ফরচুন বরিশাল। গতবার তারা কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ফাইনালে পাবে কাদেরকে? খুলনা টাইগার্স নাকি চিটাগং কিংসকেই!
সংক্ষিপ্ত স্কোর
চিটাগং কিংস : ২০ ওভারে ১৪৯/৯ (পারভেজ হোসেন ৩৬, শামীম হোসেন ৭৯ ; মায়ার্স ৪-০-২৭-২, আলি ৪-০-২৪-৫।
ফরচুন বরিশাল : ১৭.২ ওভারে ১৫০/১ (হৃদয় ৮২*, মালান ৩৪*, তামিম ২৯ ; খালেদ ৪-০-৩৪-১।
ফল : ফরচুন বরিশাল ৯ উইকেটে জয়ী।