বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা প্রতিবারই হয়। এবার পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এক বিদেশি ক্রিকেটার দুর্বার রাজশাহী থেকে ১ পয়সা না পেয়েও দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। তিনি শ্রীলঙ্কার অলরাউন্ডার লাহিরু সামারাকুন। তাঁর দাবি পারিশ্রমিক হিসেবে দুর্বার রাজশাহীর কাছ থেকে কোনো অর্থই পাননি। চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। ৩০ ডিসেম্বর রাজশাহীর প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে চার ওভার বোলিং করে ৬৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন লাহিরু। এরপর আর তাঁকে মাঠে নামানো হয়নি। বুধবার তিনি শ্রীলঙ্কায় ফিরে যান।
যাওয়ার আগে লঙ্কান এ ক্রিকেটার হতাশার সুরে বলেছেন, ‘রাজশাহীর কর্তৃপক্ষ আমাকে কিছুই দেয়নি। অর্থ তো দূরের কথা দৈনিক ভাতাও মেলেনি। আমি প্রতিদিনই অর্থ চেয়েছি। প্রতিবারই দেওয়ার শুধু প্রতিশ্রুতি দিয়েছে। সত্যি ক্রিকেট ক্যারিয়ারে এটা আমার নতুন অভিজ্ঞতা। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানে। হোটেলে খাওয়া-দাওয়া ছিল নিম্নমানের।’