ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের টি-২০ সিরিজও হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছে নিগাররা। রান বিবেচনায় টি-২০তে এটি ক্যারিবীয়দের সবচেয়ে বড় জয়। বাংলাদেশের দ্বিতীয় বড় হার। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরেছিল মেয়েরা। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ক্যারিবীয়রা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হেরেছিল বাংলাদেশের মেয়েরা। গতকাল সেন্ট কিটসে টস হেরে ওপেনার কিয়ানা জোসেফের হাফ সেঞ্চুরি ও ডিয়ান্ড্রা ডোটিনের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ২০১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-২০তে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোনো দল দুই শ রান স্পর্শ করল। নিগারদের বিপক্ষে আগে সর্বোচ্চ ১৮৯ রান করেছিল অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা জোসেফ ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন। আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডোটিন এবার ২০ বলে ৪৯ রান করেন। তার ইনিংসে ৫টি ছক্কা ছিল। ফাহিমা খাতুন ৩টি, রাবেয়া খান ২টি ও স্বর্ণা আকতার ১টি উইকেট নেন। জবাবে উইন্ডিজ মেয়েদের বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি নিগার বাহিনী। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৯৫ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। শারমিন ২২, স্বর্ণা ১৬ ও লতা মন্ডল ১৩ রান করেন। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল।