বুধবার শেষ হলো নতুন আঙ্গিকের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব। এদিনে একই সময়ে একসঙ্গে খেলতে নেমেছিল ৩৬টি দল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম ঘটেছে এটি। এ ছিল চ্যাম্পিয়ন্স লিগের এক অন্যরকম রাত। বাংলাদেশিরা রাত জেগে প্রায় সব দলের খেলা দেখেছেন। দলগুলোকে শেষ ষোলোয় জায়গা পেতে হলে পয়েন্ট তালিকার শীর্ষ আটে এবং প্লে-অফের জন্য থাকতে হবে তালিকার ৯ম থেকে ২৪তম স্থানে। লিভারপুল, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো আগেই কোয়ালিফাই করে গিয়েছিল শেষ ষোলোয়। তাই বাকি জায়গাগুলোর জন্য নেমেছিল দলগুলো। এদের মধ্যে ইন্টার মিলান, বেয়ার লেভারকুসেনের লক্ষ্য ছিল প্রথম আটে শেষ করা। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো দলগুলো চেয়েছিল ৯ থেকে ২৪-এর মধ্যে ওপরের দিকে থাকতে এবং তাই হলো। ঘটল না কোনো অঘটন। যাবতীয় আশঙ্কা কাটিয়ে নকআউট নিশ্চিত করেছে ম্যানচেস্টর সিটি, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। আগামী পর্বে কার বিরুদ্ধে কে খেলবে, সেটা নির্ধারিত হবে ড্রয়ের মাধ্যমে। গ্রুপ পর্ব শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। সমান পয়েন্ট হলেও গোলপার্থক্যে তিনে আর্সেনাল এবং চারে ইন্টার মিলান। ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ। ছয় থেকে আটে থাকা তিনটি দলেরই ১৬ পয়েন্ট। গোলপার্থক্যের কারণে ছয়ে বেয়ার লেভারকুসেন, সাতে লিলি এবং আটে অ্যাস্টন ভিলা। এই আটটি দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। অন্যদিকে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকছিল রিয়াল, বায়ার্ন ও পিএসজি। শীর্ষ আটে যেতে পারল না দলগুলো। শেষ দিনে ফুটবলপ্রেমীদের নজর ছিল তাদের দিকেই। তবে সবকিছু ছাপিয়ে শেষ ষোলোয় জায়গা পেতে প্লে-অফ নিশ্চিত করেছে বড় দলগুলো। সহজ জয় পেয়েছে তারা। রদ্রিগোর জোড়া গোলে ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়ে নকআউটে রিয়াল মাদ্রিদ। ১৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ১৫ বারের চ্যাম্পিয়নরা। আর ঘরের মাঠে স্লোভান ব্রাতিস্লাভাকে ৩-১ গোলে হারিয়ে ১২ নম্বরে বায়ার্ন মিউনিখ। এ ছাড়া দেম্বেলের হ্যাটট্রিকে ৪-১ গোলে স্টুটগার্টকে হারিয়ে নকআউটে গেল পিএসজি। শেষ দিনে আর্নে স্লটের অধীনে এ মৌসুমে ৭ম রাউন্ড শেষে সবকটিতে জয় তুলে শীর্ষে থাকা লিভারপুল শেষ ম্যাচে পিএসভির বিপক্ষে ৩-২ গোলে হেরে বসে। শীর্ষে অবস্থান করায় এদিন মূল একাদশের খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন ডাচ কোচ। অন্যদিকে ঘরের মাঠে আটালান্টার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। দুই দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি হ্যান্সি ফ্লিকের কাতালান ক্লাবটি। লিভারপুল হারায় শীর্ষস্থান দখল করার সুবর্ণ সুযোগ থাকলেও ইতালিয়ানরা স্বস্তির এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।
শিরোনাম
- টিকফার মাধ্যমে অবস্থান তুলে ধরে শুল্ক কমানোর আলোচনা করতে হবে
- সিঙ্গাপুর থেকে দেশে ফিরল গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা
- ব্যাংককে খলিল-ডোভাল আলাপচারিতা
- গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
- যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৪১ অপরাধী গ্রেফতার
- ভোলায় দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫
- বিগত দিনে মানুষ ভোট দিতে পারে নাই : ধর্ম উপদেষ্টা
- ১১ বছরেও মিলল না সন্ধান, এমএইচ৩৭০ নিয়ে প্রশ্নের শেষ নেই
- যশোরে বাসের ধাক্কায় প্রাণ হারালো বাবা-মেয়ে, আহত ৩
- ট্রাম্পের শুল্কারোপ: ১০০ বছরে বিশ্ব বাণিজ্যে বড় পরিবর্তন
- গাজায় দেড় বছরে প্রায় ৪০ হাজার শিশু এতিম হয়েছে
- ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক শুক্রবার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা
- সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা
- শৈশবে ভয়াবহ অভিজ্ঞতা, নৃত্যগুরুর হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী
- রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের যুবক নিহত
- লিবিয়ার জিম্মি দশা থেকে দেশে ফিরলেন লোকমান
- সাতক্ষীরায় বাঁধ ভাঙনে দুর্যোগ, ক্ষতিগ্রস্তদের পাশে নৌবাহিনী
- মার্কিন কূটনীতিকদের জন্য চীনাদের সঙ্গে প্রেমে নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের
- মির্জাপুরে বাছুরসহ দুই গাভী চুরি
চ্যাম্পিয়ন্স লিগের অন্যরকম এক রাত
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর

ভারতকে রুখে ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেল হামজারা, শীর্ষে মেসির আর্জেন্টিনা
১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেতানিয়াহুকে গ্রেফতারে পরোয়ানা: আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম