পেশাদার ফুটবল লিগে কোন দল চ্যাম্পিয়ন হবে? নতুনরা উৎসবে মাতবে না পুরানরা শিরোপার খাতায় নাম লেখাবে? বিস্ময়কর হলেও সত্য, নতুনের তালিকায় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান রয়েছে। ১৯৪৮ সালে ঘরোয়া ফুটবল শুরু হওয়ার পর সর্বোচ্চ ১৯ বার লিগে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে সাদা-কালোদের। অথচ তারাই কি না পেশাদার লিগে কখনো ট্রফি জিততে পারেনি। এবার প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বসুন্ধরা গ্রুপ পেশাদার লিগে প্রথম লেগে মোহামেডান নয় ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এর পরও শিরোপা জিতবে তা বলা যায় না। ঢাকা আবাহনী সমান ম্যাচে ২০ ও বসুন্ধরা কিংস ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
বসুন্ধরা কিংস ৭ ও আবাহনীর চেয়ে মোহামেডান ৪ পয়েন্টে এগিয়ে। যেখানে ম্যাচ হারলেই ৩ পয়েন্ট নষ্ট। সেখানে এ ব্যবধান বড় কিছু নয়। দ্বিতীয় লেগে আরও নয়টি করে ম্যাচ খেলতে হবে প্রতিটি দলকে। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ শুরু হওয়ার কথা থাকলেও তা চূড়ান্ত হবে শনিবার লিগ কমিটির বৈঠকে। সেদিনই সেকেন্ড উইন্ডোর দলবদল শুরু হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার লিগ চলা অবস্থায় বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করা যাবে। বড় কোনো অঘটন না ঘটলে শীর্ষে থাকা তিন দলের মধ্যে শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকবে। প্রথম লেগে দ্বিতীয় স্থানে থাকলেও ঢাকা আবাহনীর প্রশংসা না করলেই নয়। স্থানীয় খেলোয়াড়দের নিয়ে এবার মাঠে নামায় অনেকের ধারণা ছিল প্রথম লেগে তাদের অবস্থান হবে ৫-এ কিংবা ৬-এ। অথচ বিদেশি ফুটবলার ছাড়াই দুর্দান্ত খেলেছে তারা। শিরোপা লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে।
দ্বিতীয় লেগে শক্তি বাড়াতে আবাহনী তিনজন বিদেশি উড়িয়ে আনবে। কোন দেশ বা কারা আসছেন তা জানা না গেলেও দলীয় ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেছেন, ‘দ্বিতীয় লেগে দলে বিদেশির দেখা মিলবেই। সুযোগ যখন আছে, আমরা তা হাতছাড়া করতে পারি না।’ বসুন্ধরা কিংস তো নতুন বিদেশি ঠিক করেই ফেলেছে। মিগেল ও জনাথন ছাড়া প্রথম লেগে কিংসের বিদেশির পারফরম্যান্স সন্তোষজনক নয়। দলে মানসম্পন্ন তিন বিদেশি আসছেন নাকি ল্যাটিন আমেরিকা থেকে? শীর্ষে থাকলেও মোহামেডানও নতুন বিদেশির প্রয়োজন মনে করছে। বোয়োটেং ইনজুরিতে। তাঁর জায়গায় স্প্যানিশ ফুটবলারের দেখা মিলতে পারে। দিয়াবাতে ও সানডেকে আক্রমণভাগে সহযোগিতা করতে পারবেন, এমন বিদেশিই খুঁজছে মোহামেডান, বলেছেন দলীয় ম্যানেজার ইমহিয়াজ আহমেদ নকিব। সব মিলিয়ে দ্বিতীয় লেগে বিদেশিরাই হতে পারেন ভরসার প্রতীক।