সাফে নারী জাতীয় ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা ধরে রাখার পরও মাঠে নেই সাবিনা খাতুনরা। তিন মাস ধরে খেলার বাইরে রয়েছেন। বাফুফে প্রতিশ্রুতি দিয়েও কোনো ম্যাচের আয়োজন করতে পারেনি। তবে আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের সম্ভাবনা রয়েছে। বাফুফের ডাকে নাকি দেশটির ফুটবল ফেডারেশন সাড়া দিয়েছে। আমিরাতেই দুটি ম্যাচের কথা শোনা যাচ্ছে। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ শিডিউল রয়েছে। পিটার বাটলারই থাকছেন কোচের দায়িত্বে। তিনি চাচ্ছেন মেয়েদের মাঠে রাখতে।