২৩ ফেব্রুয়ারি মন্টেনিগ্রোতে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। বাংলাদেশের দুই দাবাড়ু মোস্তফা সাকলাইন ও ওয়াদিফা আহমেদের অংশ নেওয়ার কথা। কিন্তু ভিসা জটিলতায় তাঁরা শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না সে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইউরোপের দেশ মন্টেনিগ্রোর দূতাবাস বাংলাদেশে নেই। দাবা ফেডারেশন দেশটির কাছে অ্যারাইভাল ভিসা পাঠানোর অনুরোধ জানিয়েছিল। এতে তারা রাজি হয়নি। পরামর্শ দিয়েছে দুই দাবাড়ুকে তুরস্কের ইস্তাবুল থেকে মন্টেনিগ্রোর ভিসা নেওয়ার। এতে আবার তুরস্কেরও ভিসা প্রয়োজন পড়বে; যা সময় ও ব্যয়সাপেক্ষ।
বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে প্রতি দেশের পুরুষ-নারী চ্যাম্পিয়নদের থাকাখাওয়ার ব্যবস্থা করে আন্তর্জাতিক দাবা ফেডারেশন। কিন্তু যাতায়াতের খরচ নিজেদের বহন করতে হয়। এখানে ২ লাখ টাকার ওপরে খরচ হবে। সেখানে আবার আরেক দেশের ভিসা নেওয়া আরও ব্যয়বহুল। এ অবস্থায় দুই দাবাড়ুর আকাশে ওড়ার সম্ভাবনা ক্ষীণই বলা যায়।