ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এতে জায়গা করে নিয়েছেন এশিয়ার ১০ ক্রিকেটার। তবে বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়নি বাংলাদেশ ও ভারতের কোনো ক্রিকেটারের। শুধু তাই নয়, একাদশে নেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারের নামও। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সর্বোচ্চ চার শ্রীলঙ্কান ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। এ ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের সমান তিনজন করে ক্রিকেটার রয়েছেন আইসিসির এ তালিকায়। ওয়েস্ট ইন্ডিজ থেকে একাদশের বাকি একজন জায়গা পেয়েছেন। দলটির নেতৃত্বে আছেন শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা। উইকেটরক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে আসালাঙ্কার জাতীয় দলের সতীর্থ কুশল মেন্ডিসকে।
একনজরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ : সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), আল্লাহ গজনফার (আফগানিস্তান), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান)।
আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট একাদশ : যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জাসপ্রিত বুমরাহ।
আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ : স্মৃতি মান্দানা, লরা উলভার্ট (অধিনায়ক), চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, মারিজেন ক্যাপ, অ্যাশলে গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), দিপ্তী শর্মা, সোফি এক্লেস্টন ও ক্যাট ক্রস।