ঘরোয়া ফুটবলে অসংখ্য রেকর্ড রয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের। যার মধ্যে উল্লেখযোগ্য একটি লিগে টানা ৭৬ ম্যাচে অপরাজিত থাকা। ১৯৮৫ সালে স্বাধীনতার পর প্রথম হ্যাটট্রিক লিগ চ্যাম্পিয়নের রেকর্ড ঢাকা আবাহনীর। ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে প্রথম বিভাগ লিগে টানা তিনবার শিরোপা জিতে জনপ্রিয় দলটি। ১৯৮৬ থেকে ১৯৮৮-৮৯ তিন মৌসুমে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় মোহামেডান। তবে তা নতুন রেকর্ড গড়ে। একমাত্র তারাই অপরাজিত হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। সেই সঙ্গে টানা ৭৬ ম্যাচে হার না মানা রেকর্ড রয়েছে তাদের।
১৯৮৫ সালের ৭ সেপ্টেম্বর সুপার লিগে আরামবাগের কাছে ১-২ গোলে হারার পর আর কোনো ম্যাচ হারেনি মোহামেডান। ১৯৯০-এর ১৬ মার্চ এসে হারের খাতায় নাম লেখাতে হয়। সেবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম পর্বে ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে ১-২ গোলে হেরে যায়। দুর্বল প্রতিপক্ষের কাছে কায়সার হামিদরা হারবেন তা কেউ ভাবেনি। প্রথমে গোল করে ইয়ংমেন্স এগিয়ে গেলে ম্যাচে সমতা ফেরান ইমতিয়াজ আহমেদ নকিব।
দ্বিতীয়ার্ধে জালাল গোলরক্ষক ছাইদ হাসান কাননকে পরাস্ত করলে অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ংমেন্স ফকিরেরপুল। ৩৫ বছর আগের ঘটনা হলেও সেই বেদনা এখনো ভোলেনি মোহামেডান। আজ সেই ফকিরেরপুলের বিপক্ষে লড়বে তারা। যতই দুর্বল হোক, ফকিরেরপুলকে কোনো অবস্থায়ই হালকা চোখে দেখবে না। সেই ম্যাচের বেদনার সাক্ষী কানন ও নকিব এখন ভিন্নভাবে মোহামেডানের সঙ্গে জড়িয়ে আছেন। তাঁরা দুজন সেই হারের কথা ভেবে খেলোয়াড়দের সেরাটা দিয়েই খেলতে বলবেন নিশ্চয়।