লা লিগায় শুরুতে শীর্ষেই ছিল বার্সেলোনা। পরবর্তীতে একের পর এক পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়েছে তারা। অথচ এই দল মাঠের ‘চির শত্রু’ রিয়াল মাদ্রিদকে দুবারই সহজভাবে হারিয়েছে। লা লিগায় প্রথম লেগ ও কোপা দেল রের ফাইনালে রিয়ালকে দাঁড়াতেই দেয়নি। তারপরও অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারিয়ে চাপে রয়েছে তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ছন্দ নিয়ে খেলতে পারছিল না। মঙ্গলবার রাতে তো হারতেই বসেছিল। বেনফিকার মাঠে বেনফিকার কাছে প্রথমার্ধে ১-৩ গোলে পিছিয়েছিল বার্সা। ৬৩ মিনিটেও স্কোর লাইনে কোনো পরিবর্তন নেই। এতে ধরে নেওয়া হচ্ছিল হেরেই মাঠ ছাড়বে বার্সা।
শেষ পর্যন্ত তা আর হয়নি, নাটকীয়ভাবে ৫-৪ গোলে ম্যাচ জিতে আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে কাতারানরা। এমন ম্যাচে বার্সা ফিরবে সমর্থকরা আশাই করেননি। ভ্যাঞ্জেলিস পাবলিদিসের হ্যাটট্রিক বার্সাকে বিপাকে ফেলে দেয়। ৬৪ মিনিটে রাফিনিয়া ব্যবধান ২-৩ করলেও চার মিনিট পর স্বাগতিকরা ৪-২ গোলে এগিয়ে যায়। ৭৮ মিনিটে বার্সার পোলিশ তারকা লেবানডক্সি পেনাল্টি থেকে ব্যবধান ৩-৪ করেন। মূলত এ গোলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে আসরের অন্যতম সেরা দলটি। ম্যাচের তিন মিনিট বাকি থাকতে গার্সিতার হেডে সমতায় ফিরে বার্সা। ইনজুরি টাইমে ষষ্ঠ মিনিটে রাফিনিয়া গোল করে বার্সাকে জিতিয়ে দেন। এদিকে লিভারপুল ২-১ গোলে লিলিকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।