ফ্রেঞ্চ ওপেনে বর্তমানে টানা তিনবারের চ্যাম্পিয়ন পোলিশ তারকা ইগা সোয়াটেক। তিনি পোল্যান্ডের একমাত্র টেনিস খেলোয়াড়, যিনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ২৩ বছর বয়সী এই মেয়ে ফ্রেঞ্চ ওপেনের ৪টি ও ইউএস ওপেনের ১টি ট্রফি জিতেছেন। এখনো উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিতে পারেননি। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হেরে সুযোগ হাতছাড়া করেছিলেন দুই নম্বর র্যাঙ্কিংয়ের সোয়াটেক। এবার আরও একটি ইতিহাস গড়ার দিকে ছুটছেন ডানহাতি এ তারকা। প্রথম পোলিশ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তার সামনে। মেয়েদের এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সোয়াটেক। গতকাল কোয়ার্টার ফাইনালে মেলবোর্নের রড লেভার অ্যারেনায় যুক্তরাষ্ট্রের এমা ন্যাভারোকে ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন ইগা সোয়াটেক। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের মেডিসন কেইসের। গতকাল আরেক কোয়ার্টারে কেইস ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে ইউক্রেনের এলিনা সভিতলিনাকে হারান। ২৯ বছর বয়সী কেইস এখনো কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। এর আগে দুবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলেছিলেন র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর এই তারকা।
অন্যদিকে ছেলেদের এককে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও টেনিসের শীর্ষ তারকা জ্যানিক সিনার। তিনি ছুটছেন ক্যারিয়ারের তৃতীয় ও অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে। ইতালিয়ান এই তারকা ইউএস ওপেনেরও বর্তমান চ্যাম্পিয়ন। গতকাল সিনার ৬-৩, ৬-২, ৬-১ গেমে অস্ট্রেলিয়ান অ্যালেক্স ডি মিনরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন। মিনর এখনো পর্যন্ত কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল খেলতে পারেননি। আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের বেন শেলটন ৬-৪, ৭-৫, ৪-৬, ৭-৬ গেমে ইতালির লরেনজো সোনেগোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেমিফাইনালে তিনি খেলবেন সিনারের সঙ্গে। এর আগে ২০২৩ সালে ইউএস ওপেনে প্রথমবার সেমিফাইনাল খেলে হেরেছিলেন বেন শেলটন।