পেশাদার ফুটবল লিগে এক ম্যাচ আগেই ঢাকা মোহামেডান প্রথম লেগে শীর্ষে থাকা নিশ্চিত করেছে। ফেডারেশন কাপে দৃশ্যটা ঠিক উল্টো। হাতে এক ম্যাচ থাকলেও পরবর্তী রাউন্ডে খেলতে পারছে না। ‘বি’ গ্রুপে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ঢাকা আবাহনীর কাছে হেরেই তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। তারপর আবার গতকাল দুই দলের জয়ে মোহামেডানের শেষ আশাও শেষ হয়ে গেছে। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। অন্যদিকে রহমতগঞ্জও একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করেছে।
কুমিল্লা শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচে প্রথমার্ধ পর্যন্ত আবাহনীকে ঠেকিয়ে রেখেছিল ফকিরেরপুল। দ্বিতীয়ার্ধে আর তারা পারেনি। গোল করতে আবাহনী আক্রমণের ধার বাড়িয়ে দিলে প্রতিপক্ষের রক্ষণভাগ এলোমেলো হয়ে পড়ে। প্রথম ৪৫ মিনিটে গোল না পেলেও ৬৫ থেকে ৭৭ মিনিট অর্থাৎ ৬ মিনিটের মধ্যে ৩ গোল করে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আসরের সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে এগিয়ে রাখেন ইয়াসিন খান। ৬৮ মিনিটে ব্যবধান ২-০ করেন হাসান মুরাদ। ৭১ মিনিটে শেষ গোলটি করেন মাহাদী ইউসুফ খান। ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ ৩-০ ব্যবধানে হারায় চট্টগ্রাম আবাহনীকে। জয় পেতে বেগ পেতে হয়নি পুরান ঢাকার দলটির।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে রহমতগঞ্জ। ৩২ মিনিটে মোস্তফা, ৪২ মিনিটে বোয়েটিং ও ৭১ মিনিটে তোহা গোলগুলো করেন। ফেডারেশন কাপে এবার নিয়ম বদল করা হয়েছে। বিপিএল ক্রিকেটের মতো দুই গ্রুপের শীর্ষ দুই দল প্লে-অফে খেলবে। আবাহনী ও রহমতগঞ্জের কোয়ালিফায়ার নিশ্চিত হলেও প্লে-অফ নির্ধারিত হবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ৪ ফেব্রুয়ারি দুদল গ্রুপ চ্যাম্পিয়ন হতে লড়বে। গ্রুপ রানার্সআপরা এলিমিনেটরে লড়বে। যারা জিতবে তারা প্লে-অফের পরাজিত দলের বিপক্ষে লড়বে।