দুর্বার রাজশাহী এনামুল হক বিজয়কে চাপমুক্ত করতে অধিনায়কের দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। দায়িত্ব তুলে দিয়েছে তাসকিন আহমেদের কাঁধে। নতুন এ দায়িত্ব পেয়ে নিজে ভালো বোলিং করেও দলকে জেতাতে পারলেন না তাসকিন। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রান দিয়ে শিকার করেছেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট। চলমান বিপিএলে তিনি ৯ ম্যাচে শিকার করলেন ২০ উইকেট। বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড সাকিব আল হাসানের দখলে। ২০১৯ সালে তিনি ঢাকা ডাইনামাইটসের হয়ে ২৩ উইকেট শিকার করেছিলেন। তাসকিনের সামনে এখন এ রেকর্ড ভাঙার দারুণ সুযোগ। গতকাল প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্বার রাজশাহীর বোলারদের সামলে চিটাগং কিংস ১৯১ রান করে ৮ উইকেটে। চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন নাইম ইসলাম। এ ছাড়া ২৮ বলে ৪৫ রান করেন গ্রাহাম ক্লার্ক। জবাব দিতে নেমে মাত্র ৮০ রানে অলআউট হয় রাজশাহী। ১১১ রানের বড় জয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে ৩-এ উঠে এসেছে চিটাগং কিংস। ব্যাট হাতে ৫৬ রান ও বল হাতে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন নাইম ইসলাম।