জিততে জিততে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। গতকাল মালয়েশিয়ার বাংগিতে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে ফেবারিট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচটি ২ উইকেটে হেরেছে সুমাইয়া আক্তারের বাংলাদেশ। হেরেছে শেষ ওভারে ৪ বল আগে। অস্ট্রেলিয়া টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল ৫ উইকেটে। বুধবার ২২ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ৯ উইকেটে হারিয়েছিল স্কটল্যান্ডকে। বাংলাদেশ নারী যুব দলের লড়াইয়ের দিনে অঘটন ঘটিয়েছে নাইজেরিয়া। বৃষ্টিবিঘিœত ম্যাচে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা আফ্রিকান দেশটি নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়ে চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ৯ উইকেটে আয়ারল্যান্ডকে, স্কটল্যান্ড ১ উইকেটে নেপালকে, দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে সামোয়াকে এবং ইংল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। সামোয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড গড়েছে। মালয়েশিয়ার আগের রেকর্ড ছিল ২৩ রান। সামোয়া করেছে ১৬ রান। অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে অনেকদূর যাওয়ার স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় যান সুমাইয়ারা। প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারান। বোলাররা দারুণ বোলিং করলেও ব্যাটাররা সাবলীল ছিলেন না। গতকাল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একই চিত্র ছিল। ব্যাটারদের ব্যর্থতায় শয়ের ঘর স্পর্শ করতে পারেননি। ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। সুমাইয়া বাহিনীর পক্ষে মাত্র দুজন ব্যাটার ২ অঙ্কের রান করেন। ওপেনার সুমাইয়া আক্তার ১৩ বলে ২ চারে ১৩ এবং আফিয়া আশিমা ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন। অধিনায়ক সুমাইয়া ৮ রান করেন ২১ বলে। টার্গেট ৯২। এ রান টপকাতেই শেষ ওভার পর্যন্ত লড়াই করতে হয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে। দুই ওপেনার কেটে পেল্লে ও ইনেস ম্যাককিওন এবং অধিনায়ক লুসি হ্যামিল্টনের দৃঢ়তায় অস্ট্রেলিয়া একপর্যায়ে ৩ উইকেটে ৫১ রান তুলে ফেলে। এরপর পাল্টা আঘাত হেনে ম্যাচে ফেরে সুমাইয়া বাহিনী। জান্নাতুল মাওয়ার স্পিনে একপর্যায়ে ৩০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। ৮৬ রানে ৮ উইকেট হারিয়ে টেনসনে পড়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু এলিয়া ব্রিসকোর দৃঢ়তায় ১৯.২ ওভারে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় দলটি। ছোঁয়া ৩ উইকেট নেন ১৫ রানের খরচে। ম্যাচসেরা লুসি হ্যামিল্টন খেলেন ৩৫ বলে ৪ চারে ৩০ রানের ইনিংস।সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৯১/৯, ২০ ওভার (সুবর্ণা ১৩, ছোঁয়া ৮, জুয়াইরিয়া ১, সাদিয়া ০, সুমাইয়া ৮, জান্নাতুল ৫, আফিয়া ২৯, সাদিয়া ৭, নিশিতা ০, হাবিবা ৬*; এইন্সওর্থ ৪-০-২৩-১, গিল ৪-০-১৮-১, ব্রে ৪-০-১৮-২, লারোসা ৪-০-১৯-২, উইলিয়ামসন ৪-০-১২-২)।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ : ৯২/৮, ১৯.২ ওভার (পেল্লে ১৬, ম্যাককিওন ১৪, হ্যামিল্টন ৩০, ব্রে ০, লারোসা ১, গিল ১, ব্রিস্কো ১১, লায়ন্স ৯, এইন্সওর্থ ২*, উইলিয়ামসন ৩*; নিশিতা ৪-০-১৯-১, ছোঁয়া ৪-০-২৭-০, আনিসা ৪-০-১৮-১, হাবিবা ৩.২-০-১২-১, জান্নাতুল ৪-০-১৫-৩)।
ফল : অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : লুসি হ্যামিল্টন।