নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করলেন লিওনেল মেসি। তবে তাতে জয় পায়নি জাদুকরের ইন্টার মায়ামি। ইউরোপের ক্লাব ফুটবল এখন মৌসুমের মাঝামাঝি থাকলেও মেজর লিগ সকার (এমএলএস) নতুন মৌসুম শুরুর অপেক্ষায়। এমএলএসের নতুন মৌসুম শুরু হবে ফেব্রুয়ারিতে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে ইন্টার মায়ামি। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করে মায়ামি। ইন্টার মায়ামির প্রথম গোলটা এসেছে দলের বড় তারকার কাছ থেকেই। ম্যাচের ৩৪ মিনিটে সুয়ারেজের ভাসানো বলে গোলপোস্টের কাছ থেকে মাথা ছুঁইয়ে গোল করেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। তবে ফলাফল নিষ্পত্তিতে প্রীতি ম্যাচেও টাইব্রেকারের আয়োজন করা হয়। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে জয় পায় মায়ামিই।