মুলতানে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট মাত্র আড়াই দিনে শেষ হয়েছে। পাকিস্তানি বোলার সাজিদ খানের ঘূর্ণিতে ঘরের মাঠে প্রথম টেস্টে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানে হারিয়েছে তারা। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৫টি উইকেট নিয়ে জয় সহজ করে দেন এই ডানহাতি অফব্রেক বোলার। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট শিকার করেন আবরার আহমেদ। দুই ইনিংসে ১১৫ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাজিদ খান। টস জিতে প্রথম ইনিংসে ২৩০ রান করে পাকিস্তান। জবাবে নোমান আলীর ফাইফারে ১৩৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৯৩ রানের লিড নেওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকানের বোলিং তোপে ১৫৭ রানে গুটিয়ে যায়। জোমেল ওয়ারিকান মাত্র ৩২ রানে পাকিস্তানের ৭টি উটকেট তুলে নেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫১ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৪ রানে ৫টি উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পরে ক্যারিবীয়দের হয়ে অ্যালিক অ্যাথানেজ একাই প্রচেষ্টা চালান। করেন সর্বোচ্চ ৫৫ রান। পাকিস্তানের স্পিনার সাজিদ খান, আবরার আহমেদ এবং নোমান আলীর ঘূর্ণিতে ১২৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। দ্বিতীয় ইনিংসে সাজিদ খান ৫০ রানে ৫টি, আবরার আহমেদ ৪টি এবং নোমান আলী ১টি উইকেট নেন। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৫ জানুয়ারি মুলতানেই অনুষ্ঠিত হবে।