টি-২০ ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আফিফ হোসেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০২২ সালের সেপ্টেম্বরে দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন (৭৭* রান)। এরপর থেকেই হাফ সেঞ্চুরি নেই আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। ঘরোয়া লিগেও হাফ সেঞ্চুরি নেই দীর্ঘদিন ধরে। অবশেষে ব্যাট হাতে আলো ছড়ালেন আফিফ হোসেন। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের জার্সিতে ৪২ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। চার-ছক্কায় দর্শকদের মন মাতিয়ে তোলেন। ৩৫ বলেই হাফ সেঞ্চুরি পূরণ করেন আফিফ। এবারের বিপিএলে তিনি আগের পাঁচ ম্যাচে করেন ৯১ রান। সর্বোচ্চ ছিল ৩৩। আফিফের দুরন্ত ব্যাটিংয়ে খুলনা টাইগার্স গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে। ওপেন করতে এসে মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ নাইম ভালোই সূচনা করেছিলেন। নাইম ১৪ বলে ২৭ এবং মিরাজ ১৩ বলে ২৬ রানে আউট হন। দুজনই দুটি করে ছক্কা হাঁকিয়ে বড় সংগ্রহের পথে দিয়ে যান। এরপর অ্যালেক্স রস ১ রানে আউট হলেও উইকেটে জুটি গড়েন আফিফ-বোসিসতো। চতুর্থ উইকেটে দুজনে ১১৩ রানের জুটি গড়েন। ৬২ বলেই ১০০ রান করেন দুজন। আফিফের মতোই হাফ সেঞ্চুরি করেন বোসিসতো। তিনি ৩২ বলে ফিফটি করেন। ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে মাত্র ১২ বলে ৩০ রান করে দলের সংগ্রহ দ্রুত বাড়িয়ে দেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুর্বার রাজশাহীর পক্ষে তাসকিন ৩৬ রানে দুটি উইকেট নেন।
বিপিএলে তার মোট সংগ্রহ দাঁড়াল ১৮ উইকেট। তালিকায় তিনিই আছেন শীর্ষে।