আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে পারিবারিক কারণে বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ ছাড়লেন নিক পোথাস। টাইগার সহকারী কোচ পোথাস সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন গতকাল। তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত। অবশ্য গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন তিনি বিসিবিকে চাকরি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমি তোমাদের মিস করব। সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি। ইতিহাস গড়েছি। একই সঙ্গে অসাধারণ কিছু স্মৃতিও সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর অপেক্ষা।’ বিদায় নিলেও টাইগার ক্রিকেটের শুভকামনা জনিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের জন্য শুভকামনা।’ সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারের পোথাস টাইগার কোচিং স্টাফে যোগ দেন ২০২৩ সালে। ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কার হেড কোচ ছিলেন। পরের মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন এ প্রোটিয়া।